কলকাতা, 29 ডিসেম্বর:সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতার নজির গড়ল বিএসএফ ৷ বাবাকে শেষ বিদায় জানানোর জন্য মেয়েকে যাবতীয় বন্দোবস্ত করে দিল সীমান্ত রক্ষী বাহিনী ৷ উত্তর 24 পরগনার হরিহরপুরের ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ বাংলাদেশে বসবাসকারী এক মহিলাকে তাঁর মৃত পিতাকে শেষ বারের জন্য দেখার ব্যবস্থা করল বিএসএফ ৷
সূত্রের খবর, উত্তর 24 পরগনার হরিহরপুর গ্রামের বাসিন্দা লিয়াকত বিশ্বাসের মৃত্যু হয় ৷ তাঁর মেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো লাইনের কাছে বাংলাদেশে বাস করেন ৷ বাবার মৃত্যুর খবরটি হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আমিনুদ্দিন মধুপুর বর্ডার আউটপোস্টের 68 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারকে জানান ৷ আমিনুদ্দিন তাঁকে অনুরোধ করেন, লিয়াকত বিশ্বাসের মৃত্যুর খবর যেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিবিজি-র কাছে পৌঁছে দেওয়া হয় ৷ প্রয়াত লিয়াকত বিশ্বাসের মেয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই থাকেন ৷ তিনি যেন বাবাকে শেষ বার দেখার সুযোগ পান ৷ তাঁর শেষকৃত্যে হাজির থাকতে পারেন ৷
এই ঘটনার মানবিক এবং আবেগী দিকটি বিচার করে বিএসএফ, লিয়াকত বিশ্বাসের মৃত্যুর খবর বিবিজি-র কাছে খবর পাঠায় ৷ বিএসএফ জানিয়েছে, মধুপুর বর্ডার আউটপোস্টের 68 ব্যাটালিয়নের বিএসএফ বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ৷