পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লস্কর-ই-তইবার লিঙ্কম্যান সন্দেহে ধৃত বাদুড়িয়ার যুবতি - STF

বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালেয়াপুর থেকে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার সঙ্গে যোগ সন্দেহে বাদুড়িয়ার যুবতিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

STF -র হাতে বাদুড়িয়ার যুবতি
STF -র হাতে বাদুড়িয়ার যুবতি

By

Published : Mar 19, 2020, 8:04 PM IST

Updated : Mar 19, 2020, 8:59 PM IST

বাদুড়িয়া, 19 মার্চ : জঙ্গিযোগ সন্দেহে এক যুবতিকে গ্রেপ্তার করল STF । বাদুড়িয়া থানার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মালেয়াপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম তানিয়া পারভিন । তার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। যাতে কয়েকটি মোবাইল নম্বর ও জঙ্গিদের ছবি পাওয়া গিয়েছে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে লস্কর-ই-তইবা জঙ্গিদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয় । একাধিক সময়ে পাকিস্তান থেকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে । স্থানীয় যুবক-যুবতিদের জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । সে নাকি কয়েকবার দিল্লি, মুম্বই ও কাশ্মীরে গিয়েছে । তাকে আজ ভোররাতে মালেয়াপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে STF। পরে বসিরহাট আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

তানিয়া পারভিনের বিরুদ্ধে দেশদ্রোহিতা, ধর্মীয় উস্কানি দেওয়া সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ । এবিষয়ে বসিরহাট মহকুমা আদালতের সরকারি আইনজীবী অরুণকুমার পাল বলেন, দীর্ঘদিন ধরে এই যুবতির বিরুদ্ধে অভিযোগ ছিল । তার মোবাইল নম্বর ট্র্যাক করে পাকিস্তান সহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে । যুবতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, ষড়যন্ত্র ও অসামাজিক কাজ সহ 121 A, 124 A, 120 B ও 410 IPC-তে মামলা রুজু হয়েছে ।

Last Updated : Mar 19, 2020, 8:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details