পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে খুলছে বসিরহাটের ঘোজাডাঙা স্থলবন্দর - বাসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত

ঘোজাডাঙা সীমান্তের স্থলবন্দরের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোরোনা মোকাবিলায় সবরকম সতর্কতামূলক বিধিনিষেধ মেনে চলা হবে। ট্রাকচালক ও খালাসিদের স্বাস্থ্যপরীক্ষা ও শারীরিক তাপমাত্রা মাপা হবে ।

image
Ghojadanga land port

By

Published : Jun 20, 2020, 5:41 AM IST

বসিরহাট, 20 জুন : কোরোনা ভাইরাসের প্রকোপে প্রায় তিন মাস বন্ধ ছিল ঘোজডাঙা স্থলবন্দর ৷ আঝ ফের খুলছে বাসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত । শুক্রবার প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ঘোজাডাঙা স্থলবন্দর চালু হওয়ার খবরে খুশি ব্যবসায়ীরা ।

বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্তে বানিজ্য বন্ধ হয়ে গিয়েছিন লকডাউনের সময় । প্রায় তিন মাস পরে রাজ্যের অন্য স্থলবন্দর খুলে গেলেও একমাত্র বাকি ছিল ঘোজাডাঙা বন্দর। সেই সমস্যাও শুক্রবার সমাধান হয়ে গেল প্রশাসনিক বৈঠকে। এদিন বিকেলে ঘোজাডাঙা সীমান্তে বসিরহাটের মহকুমাশাসক বিবেক ভাসমে, SDPO অভিজিৎ সিনহা মহাপাত্র, BSF-র 153 নম্বর ব্যাটেলিয়নের আধিকারিক ও শুল্ক দপ্তরের আধিকারিকরা জরুরি বৈঠকে বসেন ৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে ঘোজাডাঙায় ভারত-বাংলাদেশ সীমান্তের আমদানি ও রপ্তানি বাণিজ্য চালু হবে ।

ইতিমধ্যে ঘোজাডাঙা সীমান্তে 600 পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ যাওয়ার জন্য । সীমান্ত বাণিজ্য চালু হওয়ার খবরে খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে বন্দরের কর্মীরা । পাশাপাশি এদিন ঘোজাডাঙা সীমান্তের স্থলবন্দরের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোরোনা মোকাবিলায় সবরকম সতর্কতামূলক বিধিনিষেধ মেনে চলা হবে। ট্রাকচালক ও খালাসিদের স্বাস্থ্যপরীক্ষা ও শারীরিক তাপমাত্রা মাপা হবে । দ্রুত কেউ অসুস্থ বোধ করলে তাঁদেরকে হোম কোয়ারানটিনে পাঠানো হবে । বাংলাদেশ থেকে যেসব পণ্যবাহী ট্রাক ভারতে ঢুকবে, সেইগুলোকে স্যানিটাইজ় করা হবে। বাংলাদেশের ট্রাকচালক ও খালাসিদেরও শারীরিক পরীক্ষা করা হবে । স্বাস্থ্যকর্মীদের একটি দল নির্ধারিত সময়সূচি মেনে এই ব্যবস্থা করবে ।

ABOUT THE AUTHOR

...view details