দেগঙ্গা, 28 এপ্রিল: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধূলিসাৎ টিনের ছাউনি দেওয়া তিনটি পাকা বাড়ি(Gas Cylinder Explosion)। এই ঘটনায় কারও প্রাণহানি না হলেও আহত হয়েছেন একই পরিবারের ছ'জন। ঘটনাটি ঘটে দেগঙ্গার হাদিপুর ঝিকরা 1নং পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ আহতদের উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেগঙ্গার ঝিকরা বাসাবাটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন ফুচকা বিক্রেতা মহম্মদ হাফিজুল ইসলাম। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে হাফিজুল গ্যাস ওভেন জ্বালিয়ে ফুচকা তৈরি করছিলেন বাড়ির মধ্যে। আচমকাই কোনওভাবে আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারের পাইপে। দাউদাউ করে জ্বলতে থাকে পাইপ। ভয়ে স্ত্রী, সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন ওই ফুচকা বিক্রেতা। এরপরই সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হাফিজুলের আরও দুই ভাইয়ের বাড়িতে। সেখানেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। তবে,সঠিক সময়ে পরিবারের লোকেরা বাড়ির বাইরে বেরিয়ে না আসলে বড়সড় অঘটন ঘটতে পারত। বিস্ফোরণে হাফিজুল এবং তাঁর পরিবারের তিনটি পাকা বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়।