বনগাঁ, 22 এপ্রিল : তৃণমূল কংগ্রেসের আবেদনে গাইঘাটার নির্যাতিতার হয়ে সওয়াল করলেন বনগাঁ আদালতে 40 জনের বেশি সরকারি আইনজীবী (Gaighata Gang Rape)। তাঁদের পক্ষে দাঁড়িয়েছিলেন আরও কয়েকজন আইনজীবী । যদিও অভিযুক্তদের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিলেন । নির্যাতিতার পক্ষের আইনজীবীদের আবেদনে ঘটনার মূল অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক । বাকিদের জেল হেফাজত হয়েছে ।
শুক্রবার সকালে গাইঘাটার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এদিন নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন গোপালবাবু । সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি । পাশাপাশি দলের পক্ষ থেকে এদিন নির্যাতার বাবার হাতে কিছু অর্থ তুলে দেন তিনি । পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল শেঠ বলেন, "বিজেপি পরিকল্পিত ভাবে বাইরের থেকে লোক এনে এই সব করাচ্ছে ৷ নির্যাতিতার হয়ে দাঁড়ানোর জন্য সরকারি আইনজীবীদের সঙ্গে কথা বলা হয়েছে ৷ দোষীদের উপযুক্ত শাস্তির জন্য প্রয়োজনে ভিক্ষা করে হাইকোর্ট পর্যন্ত যাওয়া হবে ৷"
এদিন দুপুরে হঠাৎ বনগাঁ আদালতে সরকারি আইনজীবীদের ঘরে আসেন গোপাল শেঠ ও বনগাঁ পৌরসভার কাউন্সিলররা । তারা সরকারি আইনজীবীদের কাছে আবেদন জানান নির্যাতিতার হয়ে সাওয়াল করতে এবং অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা করতে । বনগাঁ মহকুমা আদালতের সরকারি মুখ্য আইনজীবী-সহ সমস্ত সরকারি আইনজীবীরা তৃণমূল নেতৃত্বের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছেন, সব সরকারি আইনজীবী ওই নির্যাতিতার পক্ষে সওয়াল করবে ৷