ব্যারাকপুর, 14 অক্টোবর: একদিনের ব্যবধানে টিটাগড়ে ফের খুন। এবার বন্ধুর হাতে আরেক বন্ধুকে খুন হতে হল নৃশংসভাবে। মৃতের নাম মহম্মদ আব্দুল ওরফে গুল্লা। স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুমন্ত অবস্থায় টোটোতেই তাকে খুনের অভিযোগ উঠেছে চড়ুয়া মুন্না নামে আব্দুলের এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনার জেরে শনিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের উড়ান পাড়া এলাকায়। খুনের পর এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত মুন্না। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই খুন তা জানা না গেলেও, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ঘটনার পিছনে ব্যাক্তিগত কোনও আক্রোশ থাকতে পারে।
Murder at Titagarh: ঘুমন্ত অবস্থায় টোটোয় বন্ধুকে কুপিয়ে খুন! ঘটনা ফের টিটাগড়েই - টিটাগড়ে খুন
ঘুমন্ত অবস্থায় টোটোতেই বন্ধুকে কুপিয়ে খুন করার অভিযোগ। জনবহুল এলাকায় প্রকাশ্যে বন্ধুর হাতে আরেক বন্ধুর নৃশংসভাবে খুনের ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Published : Oct 14, 2023, 10:33 PM IST
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 43 এর মহম্মদ আব্দুল পেশায় রঙ মিস্ত্রি। বাড়ি উড়ান পাড়া এলাকায়। অভিযুক্ত মুন্নার বাড়িও ওই একই এলাকাতেই। দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও দীর্ঘদিনের। এদিন দুপুরের পর সে বাড়ির কাছেই একটি টোটোতে ঘুমোচ্ছিল। অভিযোগ, সেই সময়ই মুন্না আচমকাই তাঁর বন্ধু ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই স্ক্রু ড্রাইভার নিয়ে গুল্লার গলায় এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে সে। রক্তাক্ত অবস্থায় টোটোতেই লুটিয়ে পড়ে আব্দুল। গলায় বারবার স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করায় রক্তে ভেসে যায় তাঁর শরীর। চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে আসার আগেই সুযোগ বুঝে চম্পট দেয় অভিযুক্ত মুন্না। এরপর তড়িঘড়ি আহতকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, জনবহুল এলাকায় প্রকাশ্যে বন্ধুর হাতে আরেক বন্ধুর নৃশংসভাবে খুনের ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্তে নামে। এই বিষয়ে মহম্মদ রাজু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "গুল্লা যখন ঘুমিয়ে ছিল তখন অতর্কিতে হামলা চালায় তাঁর বন্ধু মুন্না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গুল্লার গলা থেকে ফিনকির মতো রক্ত বেরোচ্ছে। ওদের দু'জনকে একসঙ্গে ওঠাবসা করতে দেখেছি।দু'জনের মধ্যে সম্পর্কও ভালো ছিল। কেন তাঁকে এভাবে নৃশংসভাবে খুন করা হল তা বলতে পারব না। পুলিশ ঘটনার তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিক সেটাই আমরা চাই ৷"
আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীকে খুনের অভিযোগ, আটক যুবক
বিষয়টি নিয়ে টিটাগড় থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মুন্নার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। খুনের কারণ সম্পর্কে জানতে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আদায় করারও চেষ্টা করছে পুলিশ। এর আগে শুক্রবার টিটাগড়ে ভরা বাজারে জামাইবাবুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল শ্যালকের বিরুদ্ধে। সেই ঘটনার অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল আমজনতা। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতে আবারও টিটাগড়ে খুন! প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা ৷