পশ্চিমবঙ্গ

west bengal

IPS পরিচয়ে চাকরির নামে প্রতারণা, ধৃত মহিলা

IPS অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করেছে জয়শ্রী কর (মুখার্জি) নামে এক মহিলা । অবশেষে প্রতারণার শিকার বারাসতের বাসিন্দা নব্যেন্দু সরকার নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ ।

By

Published : Jan 26, 2020, 11:59 PM IST

Published : Jan 26, 2020, 11:59 PM IST

N24 Fraud
ধৃতের পরিচয়পত্র

দত্তপুকুর, ২৬ জানুয়ারি:IPS অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে সাড়ে ছয় লাখ টাকা প্রতারণার অভিযোগ । তদন্তে নেমে জয়শ্রী কর (মুখার্জি) নামে ওই মহিলা প্রতারককে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ । আজ সকালে দত্তপুকুরের ব্যায়াম সমিতির বাড়ি থেকে হাতেনাতে ধরা হয় তাকে । রবিবার দুপুরে ধৃতকে বারাসত আদালতে তোলা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে,বারাসতের বাসিন্দা নব্যেন্দু সরকারের সঙ্গে গত বছরের মে মাসে পরিচয় হয় জয়শ্রীর । সে নিজেকে IPS অফিসার পরিচয় দেয় । অভিযোগ এরপর নব্যেন্দুকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে দু-দফায় সে সাড়ে ছয় লাখ টাকা নেয় । অগাস্ট মাসের মধ্যে চাকরি হয়ে যাবে বলেও প্রতিশ্রুতিও দেওয়া হয় তাঁকে । কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি না মেলায় নব্যেন্দু বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন । এরপর থেকেই পাওনা টাকার তাগাদায় বারবার ওই মহিলার বাড়িতে গিয়েছেন তিনি । কিন্তু টাকা পাওয়া তো দূরের কথা,উল্টে হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে । শেষে,বৃহস্পতিবার বারাসত থানায় প্রতারণার অভিযোগ দায়ের করে নব্যেন্দু । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজ সকালে দত্তপুকুরের বাড়ি থেকে হাতেনাতে ধরা হয় ওই প্রতারককে।

ধৃত মহিলা

এবিষয়ে নব্যেন্দু বলেন,"পরিচিত একজনের মাধ্যমে ওই মহিলার সঙ্গে পরিচয় হয় । মহিলা নিজেকে DIG র্যাঙ্কের পুলিশ অফিসার বলে পরিচয় দেয় । রাজ্য সরকারের কোনও একটি দপ্তরে চাকরি করে দেওয়ার নামে সাড়ে ছয় লাখ টাকা নেয় ওই মহিলা । প্রথম দফায় দেওয়া হয় আড়াই লাখ টাকা । বাদবাকি টাকা দ্বিতীয় দফায় দেওয়া হয় তাঁকে। প্রতারণার শিকার ওই যুবকের অভিযোগ,"প্রতারিত হয়েছি বুঝতে পেরে ওই মহিলাকে বারবার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয় । কিন্তু, টাকা ফিরিয়ে দেওয়ার পরিবর্তে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় । আতঙ্কিত হয়ে শেষে তিনদিন আগে পুলিশের দ্বারস্থ হই ।" নব্যেন্দুর প্রতিবেশী ও সমাজ কর্মী শুভেন্দু মোদক বলেন, "ওই মহিলা হুমকি দেওয়ার পর ও (নব্যেন্দু) আমার সঙ্গে যোগাযোগ করে সব কথা খুলে বলে । আমি ওই মহিলাকে ফোন করে টাকা ফিরিয়ে দেওয়ার কথাও বলি । কিন্তু, তাতে সে আমল দেয়নি । ভবিষ্যতে এরকম কারও সঙ্গে আর প্রতারণা না করতে পারে ওই মহিলা, সেইজন্য ওর কঠোর শাস্তি হওয়া প্রয়োজন । পুলিশের কাছে সেই দাবিই করেছি আমরা ।" তাঁর দাবি অনুযায়ী দত্তপুকুর অঞ্চলে আরও ৫ থেকে ৭ জনের সঙ্গে প্রতারণা করেছে ওই মহিলা । কারও কাছ থেকে ৩ লাখ, আবার কারও থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছে সে । থানা থেকে আদালতের দিকে নিয়ে যাওয়ার সময় এই অভিযোগ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি ধৃত জয়শ্রী কর (মুখার্জি) নামে ওই মহিলা ।

চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ

বারাসত থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ৪২০, ৪১৯, ৪৮৬ আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে । ঘটনার পিছনে আর কারও যোগ আছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতকে আজ দুপুরে বারাসত আদালতে তোলা হয়েছে । এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি, তা খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details