অশোকনগর, 27 জুন : রেল আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ । ধৃতরা রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছে বলে অভিযোগ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রঞ্জিৎকুমার সরকার, শশাঙ্কশেখর নস্কর ও অমর মুখোপাধ্যায় । এরা উত্তর 24 পরগনার গুমা ও দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের এক ব্যক্তির অভিযোগ করেন, গুমার বাসিন্দা রঞ্জিৎকুমার নস্কর রেল আধিকারিক পরিচয় দিয়ে রেলে চাকরি দেওয়ার নাম করে দেড় লাখ টাকা নিয়েছে । কিন্তু তিনি চাকরি পাননি । অভিযোগ পেয়ে চলতি মাসের 23 তারিখ অশোকনগর থানার গুমা এলাকা থেকে রঞ্জিৎকুমার সরকারকে গ্রেফতার করে পুলিশ । রঞ্জিৎ বর্তমানে পাঁচদিনের পুলিশ হেফাজতে রয়েছে ।