পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বরাহনগরে জালিয়াতি চক্র ফাঁস , পুলিশের জালে 4 - JAMTARA GANG

বেশ কিছু দিন ধরে বরাহনগর থানা এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে এই চক্র চলছিল । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বরাহনগর থানার ওসি দেবনাথ ঘোষালের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে ওই বাড়িতে অভিযান চালায় ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ব্যারাকপুর আদালতে তোলা হয় ৷ তাদের 7 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত ।

baranagar
baranagar

By

Published : Jun 20, 2021, 1:04 AM IST

Updated : Jun 20, 2021, 1:53 AM IST

বরাহনগর, 20 জুন : বরাহনগরে এটিএম (ATM) , ডেবিট কার্ড (DEBIT CARD) , ক্রেডিট কার্ড (CREDIT CARD) জালিয়াতি চক্র ফাঁস ৷ শুধু তাই নয় চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের হানি ট্র্যাপে (HONEY TRAP) কাজ করতে বাধ্য করত এই চক্র ৷ অভিযান চালিয়ে 2 জন মহিলাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে বরাহনগর থানার পুলিশ ।

বেশ কিছু দিন ধরে বরাহনগর থানা এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে এই চক্র চলছিল । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বরাহনগর থানার ওসি দেবনাথ ঘোষালের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে ওই বাড়িতে অভিযান চালায় ৷ ওই বাড়ি থেকে 40 টির বেশি মোবাইল ফোন (MOBILE PHONE), পাঁচটি ল্যাপটপ (LAPTOP), ভারতীয় মুদ্রায় লক্ষাধিক টাকা , মোবাইল ফোনের সিম কার্ড (SIM CARD) ও বেশ কয়েকটি ব্যাঙ্কের পাসবুক ( PASSBOOK) উদ্ধার হয়েছে । ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ব্যারাকপুর আদালতে তোলা হয় ৷ তাদের 7 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত ।

আরও পড়ুন : করোনায় মৃত্যু গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের

ধৃতদের মধ্যে একজন বিহারের বৈশালীর বাসিন্দা । পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তিই বাড়িটি ভাড়া নিয়েছে ৷ ধৃতরা ছাড়াও এই চক্রের সঙ্গে একাধিক মহিলা ও পুরুষের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে পুলিশের অনুমান ৷ এদের কার্যকলাপের সঙ্গে জামতারা গ্যাংয়ের কার্যকলাপের মিল পাওয়া গিয়েছে ৷ পুলিশের অনুমান এই চক্রের জাল অনেক বড় ৷ আপাতত স্বতপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে বরাহনগর থানা ৷

Last Updated : Jun 20, 2021, 1:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details