বসিরহাট, 20 জুলাই:চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে স্কুলের এক অশিক্ষক কর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে উত্তম-মধ্যম দিল উত্তেজিত জনতা । ঘটনার জেরে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার বসিরহাটের মধ্যমপুর স্টেশন সংলগ্ন এলাকায় (Fraud in Name of Giving Employment) । খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে প্রকাশ মহাজন নামে ওই প্রতারককে উদ্ধার করে পুলিশ । তদন্তের স্বার্থে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে প্রতারণার অভিযোগও । অভিযোগের সত্যতা মিললেই প্রতারককে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে বসিরহাট থানার পুলিশ ।
জানা গিয়েছে, বসিরহাটের একটি সরকারি স্কুলের অশিক্ষক কর্মী হিসেবে কর্মরত রয়েছেন প্রকাশ । এই পদকে কাজে লাগিয়ে সে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ । তার মধ্যে শচীন ঘোষ নামে বসিরহাটের মধ্যমপুর এলাকার এক বাসিন্দাও রয়েছেন । অভিযোগ, তাঁকেও চাকরির টোপ দিয়ে প্রতারণার শিকার বানানো হয় । কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরির নিয়োগপত্র না মেলায় সন্দেহ হয় ওই ব্যক্তির । বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তিনি । এসবের মধ্যেই এদিন সকালে প্রতারক প্রকাশ মহাজনকে বসিরহাটের মধ্যমপুর স্টেশনে দেখতে পেয়ে টাকা ফেরত চান শচীন ঘোষ । কিন্তু টাকা ফেরত দিতে ওই প্রতারক অস্বীকার করে বলে অভিযোগ উঠেছে ।