বিধাননগর, 11 মে : প্রযুক্তিগত সহায়তা এবং অ্যাপ বিক্রির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল 15 জনকে (Bidhannagar arrested) ৷ সেক্টর ফাইভের একটি কল সেন্টারে হানা দিয়ে আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । মঙ্গলবার রাতভর তল্লাশি অভিযান চালায় সাইবার ক্রাইম পুলিশ । বেশকিছু ল্যাপটপ, ফোন ও নথি উদ্ধার করে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসে কলসেন্টার খুলেছিল এই প্রতারণা চক্র । সেখান থেকেই বিদেশি নাগরিকদের সঙ্গে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করত এই অভিযুক্তরা । তাদের কম্পিউটারের সফটওয়্যার সংস্থার কর্মী পরিচয় দিয়ে কথা বলত এই অভিযুক্তরা । এরপরই তারা তাদের মেশিনের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিত । পুলিশ সূত্রে খবর, অনেক সময় অভিযুক্তরা টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে সফল না হলে ওয়েবসাইট বিক্রি এবং অ্যাপ বিক্রির প্রতিশ্রুতি দিত । বিদেশের যে নাগরিকরা তাদের প্রতিশ্রুতিতে সায় দিত, তাদের থেকে ডলারে পেমেন্ট নিত প্রতারকরা । তারপর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত ।