পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bidhannagar Cyber Crime : অ্যাপ বিক্রির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার 15 - বিধাননদর গ্রেফতার

অ্যাপ বিক্রির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ 15 জনকে গ্রেফতার করল (Bidhannagar arrested) ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু ল্যাপটপ, ফোন ও নথি ৷

Bidhannagar Cyber Crime news
বিধাননগরে লক্ষাধিক টাকা প্রতারণা

By

Published : May 11, 2022, 9:56 PM IST

বিধাননগর, 11 মে : প্রযুক্তিগত সহায়তা এবং অ্যাপ বিক্রির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল 15 জনকে (Bidhannagar arrested) ৷ সেক্টর ফাইভের একটি কল সেন্টারে হানা দিয়ে আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । মঙ্গলবার রাতভর তল্লাশি অভিযান চালায় সাইবার ক্রাইম পুলিশ । বেশকিছু ল্যাপটপ, ফোন ও নথি উদ্ধার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসে কলসেন্টার খুলেছিল এই প্রতারণা চক্র । সেখান থেকেই বিদেশি নাগরিকদের সঙ্গে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করত এই অভিযুক্তরা । তাদের কম্পিউটারের সফটওয়্যার সংস্থার কর্মী পরিচয় দিয়ে কথা বলত এই অভিযুক্তরা । এরপরই তারা তাদের মেশিনের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিত । পুলিশ সূত্রে খবর, অনেক সময় অভিযুক্তরা টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে সফল না হলে ওয়েবসাইট বিক্রি এবং অ্যাপ বিক্রির প্রতিশ্রুতি দিত । বিদেশের যে নাগরিকরা তাদের প্রতিশ্রুতিতে সায় দিত, তাদের থেকে ডলারে পেমেন্ট নিত প্রতারকরা । তারপর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত ।

বিধাননগরে লক্ষাধিক টাকা প্রতারণা

আরও পড়ুন :Cyber Crime Mascot Gaja : সাইবার ক্রাইম রুখতে বাঁকুড়া পুলিশের ম্যাসকট 'গজা'

এইভাবেই দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের ফাঁদে ফেলছিল বেশকিছু প্রতারক বলে সূত্র মারফত খবর পায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । এরপরই মঙ্গলবার রাতে সেক্টর ফাইভের কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইমের বিশাল পুলিশবাহিনী ৷ সেখান থেকেই তুষার পাল, সমরজিৎ বন্দ্য়োপাধ্য়ায়, পার্থ সারথি দাস-সহ মোট 15 জনকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে বেশকিছু মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, ডেস্কটপ কম্পিউটার, ডেটা লিস্ট উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয় ।

ABOUT THE AUTHOR

...view details