বারাসত, 30 জুলাই: দু’টি ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করল সিআইডি ৷ বারাসতের টাকি রোড এবং 34 নম্বর জাতীয় সড়কের পাশে এই দু’টি ভুয়ো কলসেন্টারে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে ব্যবসা চলছিল বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, কলসেন্টার দু’টি থেকে বেকার যুবক-যুবতীদের লোন দেওয়ার নামে প্রতারণা করা হত (Fraud by Opening Fake Call Center in Barasat) ৷ সূত্র মারফত খবর পেয়ে, শুক্রবার সন্ধেয় সেখানে হানা দেন সিআইডি আধিকারিকারা ৷ কলসেন্টার দু’টিতে তালা বন্ধ করে সিল করে দিয়েছে সিআইডি ৷ 5 জনকে গ্রেফতার করা হয়েছে (CID Arrests Five People) ৷ তবে, প্রতারণা চক্রের মূল অভিযুক্ত পলাতক ৷
সিআইডি সূত্রে খবর, বারাসতে টাকি রোড ও 34 নম্বর জাতীয় সড়কের পাশে গজিয়ে ওঠা ওই ভুয়ো কলসেন্টারগুলিতে মূলত যুবতীদের কাজে রাখা হয়েছিল ৷ তাঁদের ব্যবহার করেই এই কলসেন্টারগুলি থেকে প্রতারণা চক্র চলত ৷ আর প্রতারণার জন্য বেছে নেওয়া হত, বেকার যুবক-যুবতীদের ৷ ধৃত 5 ব্যক্তির নির্দেশে ফোন করে বেকার যুবক-যুবতী এবং অর্থের প্রয়োজন রয়েছে এমন লোকজনকে ঠকানো হত বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, মূলত কম সুদে বেশি টাকা ঋণ দেওয়ার টোপ দেওয়া হত ৷