পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

15 দিন পরেও হদিশ নেই তৃণমূল কর্মী খুনে সার্প শ‍্যুটারদের, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা - TMC Worker murdered in Jagatdal

TMC Worker Murder Case: তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের চার সার্প শ‍্যুটার কোথায়? 15 দিন পরও তথ্য নেই পুলিশের কাছে । প্রশ্নের মুখে বিশেষ তদন্তকারী দলের ভূমিকা ।

TMC Worker Murder
তৃণমূল কর্মী ভিকি যাদব খুন

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 9:44 PM IST

ভাটপাড়া, 6 ডিসেম্বর: 15 দিন অতিক্রান্ত ! তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে চার সার্প শ্যুটারের এখনও হদিশ পায়নি জগদ্দল থানার পুলিশ । পলাতক চার সার্প শ‍্যুটার কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে ! রাজ‍্যের বাইরে অন্য কোথাও খুনিরা পালিয়ে গিয়েছে কি না, সেবিষয়ে এখনও অবধি কোনও তথ্যই জোগাড় করে উঠতে পারেনি ব‍্যারাকপুর কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল । এ নিয়ে পুলিশও কোনও উচ্চবাচ্য করছে না । তবে খুনিরা দ্রুত ধরা পড়বে বলে আগেই আশ্বস্ত করেছিলেন ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া । তারপরও ভাটপাড়া খুন-কাণ্ডে সার্প শ‍্যুটারদের সন্ধান পেতে ব্যর্থ তদন্তকারীরা । ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা ।

পুলিশ সূত্রে খবর, সুপারি কিলাররা মোবাইল ফোন ব‍্যবহার না করায় তাদের লোকেশন পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে তদন্তকারী দলকে । সেকারণে সোর্স মারফত চার শ্যুটারের নাগাল পাওয়ার চেষ্টা চলছে । পলাতকদের বিষয়ে তথ্য পেতে তৃণমূল কর্মী খুনে ধৃত দুই সাহায্যকারী অঙ্কিতকুমার সিং ওরফে রিঙ্কু এবং রইস আলিকেও দফায় দফায় জেরা করছে বিশেষ তদন্তকারী দল । যদিও তাদের জিজ্ঞাসাবাদ করে তেমন কোনও সূত্র এখনও অবধি হাতে আসেনি বলেই খবর পুলিশ সূত্রে ।

ফলে কোথায় চার সার্প শ‍্যুটার পালিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে । খুনের পর আততায়ীরা কোন পথ ধরে পালিয়ে যেতে পেরেছিল । যাবতীয় এই তথ্য জোগাড় করে চার শ‍্যুটারকে গ্রেফতার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুলিশের বিশেষ তদন্তকারী দলের কাছে । প্রাথমিক তদন্তে তারা মনে করছে, পলাতক শ‍্যুটাররা ভিন রাজ‍্যে পালিয়ে যেতে পারে । ইতিমধ্যে তাদের খোঁজে পশ্চিমবঙ্গের লাগোয়া বিহার এবং ঝাড়খণ্ডে গিয়েছিল তদন্তকারী দল । বেশকিছু আস্তানাতেও হানা দেওয়া হয়েছিল । কিন্তু সেই সমস্ত জায়গাতে সন্ধান পাওয়া যায়নি শ‍্যুটারদের । ফলে খালি হাতেই সেখান থেকে ফিরে আসতে হয়েছে তাঁদের । এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

পুলিশের অনুমান, ঘনঘন আস্তানা বদল করার ফলেই পলাতক চার সার্প শ‍্যুটারের হদিশ পেতে কালঘাম ছুটছে । তবু হাল ছাড়তে নারাজ পুলিশ কর্তারা । তাঁদের আশা, দেরি হলেও খুনিরা একদিন না একদিন ধরা পড়বেই ! এ বিষয়ে ব‍্যারাকপুর কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন,"ভিকি যাদব খুনের তদন্তভার বর্তমান ব‍্যারাকপুরের গোয়েন্দা বিভাগের হাতে রয়েছে । তাঁরাই দেখছে গোটা বিষয়টি । বিভিন্ন থানার সঙ্গে সংযোগ স্থাপন করে খুনিদের ধরার সবরকমের উদ্যোগ নেওয়া হচ্ছে । আশা করা হচ্ছে দ্রুত তারা ধরা পড়বে ৷"

প্রসঙ্গত, গত 22 নভেম্বর ভাটপাড়ার জগদ্দলের পুরানী তালাব এলাকায় বাড়ির সামনে গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী ভিকি যাদবকে । বাইকে করে এসে তিন সার্প শ‍্যুটার খুব কাছ থেকে প্রায় 11 রাউন্ড গুলি করে তাঁকে লক্ষ্য করে । একজন সার্প শ্যুটার দূরে দাঁড়িয়ে ছিল ৷ 9 রাউন্ড গুলি লাগে ভিকির শরীরে । গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই তৃণমূল কর্মী । সংকটজনক অবস্থায় ভিকি যাদবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে । তাঁর মৃত্যুর পরপরই তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া এলাকা । ভিকির পরিচিত আকাশ যাদব খুনের অন‍্যতম সাক্ষী ছিলেন ভিকি । সেকারণেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা ।

তবে ব‍্যক্তিগত কিংবা ব্যবসায়ীক শত্রুতাও খুনের পিছনে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের । ইতিমধ্যে এই খুনের তদন্তে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও । সিবিআইয়ের এক তদন্তকারী দল জগদ্দলে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলে এসেছেন । পুলিশও পুলিশের মতো তদন্ত করছেন । তবে এতকিছুর পরও তৃণমূল কর্মী খনে পুলিশের সাফল্য বলতে স্থানীয় দুই সহযোগীকে গ্রেফতার করা । তারপর নতুন করে আর কোনও সাফল্য আসেনি । ধরাও পড়েনি চার সার্প শ‍্যুটার !

আরও পড়ুন:

  1. ভিকি যাদব হত্যাকাণ্ডে নয়া মোড়, সুইসাইড নোট লিখে আত্মঘাতী জেরার মুখে পড়া ঘনিষ্ঠ
  2. 24 ঘণ্টা পরও অধরা ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের আততায়ীরা
  3. ভাটপাড়ায় শুট আউট! দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী

ABOUT THE AUTHOR

...view details