পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Recovered from Belghoria: পাচারের আগেই উদ্ধার বিপুল সোনা, গ্রেফতার 4 - Huge Amount of Gold Recovered from Belghoria

ফের উত্তর 24 পরগনার বেলঘরিয়া থানা এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা (Huge Amount of Gold Recovered from Belghoria) ৷ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Four Men Arrested and 18 Gold Bar Recovered in Belghoria
ফের বেলঘরিয়ায় সোনা উদ্ধার

By

Published : Feb 16, 2023, 1:52 PM IST

ধৃত চার

বেলঘরিয়া, 16 ফেব্রুয়ারি:আবারও বেলঘরিয়া, আবারও বিপুল পরিমাণ সোনা উদ্ধার ৷ পুলিশের তৎপরতায় উদ্ধার করা হল মোট 18টি নিরেট সোনার বাট (Police Recovered Gold from Belghoria) ৷ বুধবারের এই ঘটনায় সোনাপাচারের অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বেলঘরিয়া থানার পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় 2 কেজি 500 গ্রাম ৷ যদিও অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার পরিমাণ আদতে 3 কেজি 500 গ্রাম ৷

বেলঘরিয়া থানার পক্ষ থেকে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে সোনাপাচারের খবর এসেছিল ৷ সেই খবর অনুসারে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যায় থানার টহলদারিদল ৷ সোনা পাচারের আগেই পাকড়াও করা হয় চার সন্দেহভাজন ব্যক্তিকে ৷ তাঁদের কাছ থেকে 18টি সোনার বাট উদ্ধার করা হয় ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁদের মধ্যে দুই ব্যক্তি আদতে মহারাষ্ট্রের বাসিন্দা ৷ এঁরা হলেন ননথ মাশাল এবং প্রবীণ চবন ৷ ধৃত অন্য দুই ব্যক্তি হলেন অজয় ঘোষ ও মঙ্গল হালদার ৷ এঁদের বাড়ি নদিয়া জেলায় ৷ পরবর্তীতে সোনাপাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকেই গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন:গাড়ি চালকের তৎপরতায় সোনা উদ্ধার, গ্রেফতার 2

বারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া 18টি সোনার বাটের ওজন 2 কেজি 500 গ্রাম ৷ যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে ৷ কারণ, অন্য একটি সূত্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন তার থেকে আরও 1 কেজি বেশি ৷

প্রসঙ্গত, বেলঘরিয়ায় সোনা উদ্ধার নতুন কোনও ঘটনা নয় ৷ গত বছরের সেপ্টেম্বর মাসেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে প্রায় 11 কিলো সোনা উদ্ধার করা হয় ৷ যার বাজারদর আনুমানিক 55 কোটি টাকা ! একটি গাড়িতে সেই সোনা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয় ৷ সেই ঘটনাতেও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় সোনাপাচারে ব্যবহৃত গাড়িটিকেও ৷

বারবার এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে পুলিশ মহলে ৷ মনে করা হচ্ছে, সোনাপাচারের জন্য এই রুটটিকে ব্যবহার করছ পাচারকারীরা ৷ সেক্ষেত্রে আগামী দিনে এই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের ৷ এমনিতেই বেলঘরিয়া সংলগ্ন এলাকায় নানা কারণে অশান্তি লেগেই থাকে ৷ তার উপর যদি পাচারকারীদের রমরমা কারবার শুরু হয়, তাহলে সমস্যা আরও বাড়বে ৷

ABOUT THE AUTHOR

...view details