রাজারহাট, 6 জুন:রাজারহাটের একটি বিলাসবহুল রিসোর্ট ভাড়া দেওয়ার নাম করে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন । আর সেই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে প্রতারিত হলেন কোস্ট গার্ডের কমান্ডার । প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তপসিয়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানার অন্তর্গত ওই বিলাসবহুল রিসোর্টটি ৷ সেখানে ভাড়া দেওয়া হচ্ছে বলে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয় ৷ সেই বিজ্ঞাপন চোখে পড়ে ভারতীয় কোস্ট গার্ডের কমান্ডারের । সোশাল মিডিয়ায় দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তিনি । তারপর তিনি অনলাইনে বুকিংও করেন । যা ভাড়া তার অর্ধেক টাকা পেমেন্টও করে দেওয়া হয় অনলাইনে ৷ এরপর তিনি বুকিং অনুযায়ী দিনের দিন রিসোর্টে যান ৷ সেখানে গিয়ে জানতে পারে তাঁর নামে কোনো বুকিং হয়নি । এরপর তিনি যাদের কাছে বুকিং করেছিলেন তাদের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেন ৷ কিন্তু তাদের সঙ্গে কোনরকম যোগাযোগ করতে পারেননি ভারতীয় কোস্ট গার্ডের ওই কমান্ডার ।