বারাসত, 1 এপ্রিল:আজ ছিল বারাসত পৌরসভারপ্রতিষ্ঠা দিবস৷গতবছর ক্ষমতায় এসে তৃণমূলের পৌরবোর্ড ঘটা করে জন্মদিন পালন করেছিল বারাসত পৌরসভার । কিন্তু এবছর জন্মদিনে সেই রাস্তায় হাঁটার সাহস দেখাল না তৃণমূল পরিচালিত বর্তমান পৌরবোর্ড! স্বভাবতই এই নিয়ে কানাঘুষো শুরু হয়েছে শহরবাসীর মধ্যে । প্রশ্ন উঠেছে এর নেপথ্যে কি পৌরসভার সামগ্রিক ব্যর্থতা? নাকি নাগরিক পরিষেবা নিয়ে শহরবাসীর তীব্র ক্ষোভ ? যা আন্দাজ করতে পেরে পৌরসভার জন্মদিন পালন থেকে পিছিয়ে আসতে বাধ্য হল ক্ষমতায় থাকা তৃণমূলের পৌরবোর্ড ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।
যদিও তা মানতে চায়নি পৌর কর্তৃপক্ষ । বরং জন্মদিন পালন কিংবা তা না হওয়ার পিছনে কার্যত সাফাই দিয়ে যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন তাঁরা।তবে, নাগরিক পরিষেবা নিয়ে বিরোধীরা তৃণমূল পৌরবোর্ডের ব্যর্থতার দিকে আঙুল তুলে আক্রমণ শানাতে ভোলেনি । আর এই ইস্যুতে যুযুধান দুই শিবির তৃণমূল এবং বিজেপির তরজায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে ।
প্রসঙ্গত, 1869 সালে পথচলা শুরু হয়েছিল বারাসত পৌরসভার । পৌরসভা গঠিত হওয়ার পর সেভাবে কোনওদিন জন্মদিন পালন করা হয়নি প্রাচীন এই পৌরসভার । কিন্তু বারাসত পৌরসভা তৃতীয়বার ক্ষমতায় এসে রাজ্যের শাসকদল পৌরসভার জন্মদিন পালন করার উদ্যোগ নেয় । সেই মতো গতবছর 1 এপ্রিল থেকে পৌরসভার প্রতিষ্ঠা দিবস ধুমধাম করে পালিত হয় ৷ রীতিমতো কেক কেটে জন্মদিনে হুল্লোড় করতে দেখা গিয়েছিল পৌরসভার বর্তমান তৃণমূল চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ দলের কাউন্সিলরদের । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি জ্বলজ্বল করছে এখনও ।