পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ , আটক 52 কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ ফরওয়ার্ড ব্লকের - মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ দেগঙ্গা BDO অফিসে

আমফান ক্ষতিপূরণে দুর্নীতি , রেশন ব্যবস্থায় স্বচ্ছতা , প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া-সহ একাধিক ইশুতে গতকাল বিকেলে দেগঙ্গা BDO অফিসে ডেপুটেশন জমা দেয় ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীরা । ডেপুটেশন দিয়ে বেরনোর পর আচমকাই দলের কর্মী-সমর্থকরা BDO অফিস চত্বরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেন । খবর পেয়ে ঘটনাস্থানে এসে আন্দোলনকারীদের হটিয়ে দেয় পুলিশ । এরপর দেগঙ্গা থানায় অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করার অভিযোগ দায়ের করেন BDO সুব্রত মল্লিক । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফরওয়ার্ড ব্লকের 52 জন কর্মীকে আটক করে ।

দেগঙ্গায় বিক্ষোভ
দেগঙ্গায় বিক্ষোভ

By

Published : Sep 10, 2020, 4:32 PM IST

দেগঙ্গা , 10 সেপ্টেম্বর : আটক কর্মীদের মুক্তির দাবিতে গতকাল রাতে দেগঙ্গা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ফরওয়ার্ড ব্লকের কর্মী-সমর্থকরা । বিক্ষোভে নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় । তুমুল বিক্ষোভের জেরে চাপে পড়ে রাতেই আটক 52 জন কর্মীকে শেষে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ । উল্লেখ্য , আগাম অনুমতি ছাড়াই গতকাল বিকেলে দেগঙ্গা BDO অফিস চত্বরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করার অভিযোগ ওঠে CPI(M)-এর শরিক ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীদের বিরুদ্ধে । এরপরই দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন BDO সুব্রত মল্লিক । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থান থেকে 52 জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় । এদের মধ্যে ন'জন মহিলা ছিলেন ।


আমফান ক্ষতিপূরণে দুর্নীতি, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা, প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া-সহ একাধিক ইশুতে গতকাল বিকেলে দেগঙ্গা BDO অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল ফরওয়ার্ড ব্লকের । তার আগে BDO অফিস চত্বরে এক পথসভাও আয়োজিত হয় । সেখানে হাজির ছিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় , জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় , জেলা সভাপতি ও প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস-সহ অন্যান্যরা । এরপর ফরওয়ার্ড ব্লকের এক প্রতিনিধি দল BDO-র কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেয় । ডেপুটেশন দিয়ে বেরনোর পর আচমকাই দলের কর্মী-সমর্থকরা BDO অফিস চত্বরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেন । খবর পেয়ে ঘটনাস্থানে এসে আন্দোলনকারীদের হটিয়ে দেয় পুলিশ । এরপর দেগঙ্গা থানায় অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করার অভিযোগ দায়ের করেন BDO সুব্রত মল্লিক । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফরওয়ার্ড ব্লকের 52 জন কর্মীকে আটক করে । আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাতে দেগঙ্গা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দলের নেতা ও কর্মীরা । আন্দোলনের চাপে শেষে আটক কর্মীদের ছাড়তে বাধ্য হয় পুলিশ ।

এই বিষয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন ,"BDO অভিযোগ দায়ের করার আগেই পুলিশ দলের 52 কর্মী সমর্থককে আটক করে থানায় নিয়ে যায় । পুলিশের এই অতি সক্রিয়তার আমরা নিন্দা করছি । শাসক দল কোনও আন্দোলন করলে তখন অনুমতির প্রয়োজন হয় না । কিন্তু আমরা আন্দোলন করতে গেলেই অনুমতির দোহাই দেওয়া হয় । এইভাবে পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না । আমাদের আন্দোলন আরও তীব্র হবে ৷ "

এদিকে , বিষয়টি নিয়ে দেগঙ্গার BDO সুব্রত মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ,"ওঁনারা( ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব)বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতেই পারেন । তাতে কোনও আপত্তি নেই । সেই ডেপুটেশন আমি গ্রহণও করেছি । কিন্তু বিনা অনুমতিতে ওঁনারা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেন । সেই জন্যই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে । সেই মতো পুলিশ ব্যবস্থা নিয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details