পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন করতে হাবড়ায় প্রাক্তন পৌর প্রধানের অভিযান - লকডাউনে হাবড়ায় প্রাক্তন পৌর প্রধানের অভিযান

মানুষকে সচেতন করতে পুলিশের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছেন উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রাক্তন পৌরপ্রধান নীলিমেশ দাস ।

former-municipal-chairman-roaming-around-with-police-to-aware-people
লকডাউনে হাবড়ায় প্রাক্তন পৌর প্রধানের অভিযান

By

Published : Mar 25, 2020, 12:54 PM IST

Updated : Mar 25, 2020, 11:51 PM IST

হাবড়া, 25 মার্চ : প্রাক্তন পৌরপ্রধান ৷ কিন্তু জনসাধারণের জন্য ঘুরে বেড়ালেন রাস্তায় ৷ কোরোনা সতর্কতায় গোটা দেশে লকডাউন জারি হওয়ার অনেক আগে থেকেই বেশিরভাগ জনপ্রতিনিধিরা ঘরে ঢুকে গিয়েছেন । কিন্তু তিনি আজও রাস্তায় । মানুষকে সচেতন করতে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছেন উত্তর 24 পরগনার হাবড়ার প্রাক্তন পৌরপ্রধান নীলিমেশ দাস ।

সরকারি নিয়মের গেরোয় হাবড়া পৌরসভায় এখন কোনও বোর্ড নেই । প্রশাসকের নিয়ন্ত্রণে চলছে পৌরসভা । 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত পৌরপ্রধানের দায়িত্বে ছিলেন নীলিমেশ দাস । প্রায় দু'বছর তিনি আর দায়িত্বে নেই । কিন্তু শহরের যে কোনও বিপর্যয়ে তিনিই মানুষের পাশে । ডেঙ্গুর মহামারী হোক বা কোরোনার লকডাউন । সম্প্রতি হাবড়ার বাসিন্দা স্কটল্যান্ড ফেরত তরুণীর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । গোটা শহরে লহমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । রোগী ও তাঁর আত্মীয়দের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়িই পাওয়া যাচ্ছিল না । বিপদ জেনেও কোরোনা আক্রান্ত তরুণীর বাড়ি গিয়ে পরিবারের লোকেদের বেলেঘাটা হালপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।

দেশজুড়ে চলছে লকডাউন । চলছে পুলিশের প্রচার । তবু হাবড়া শহরের মানুষদের বাড়ি থেকে বেরোনো আটকানো যায়নি । পুলিশের পাশাপাশি মাঠে নেমেছেন নীলিমেশবাবুও । তিনি মানুষকে বোঝাচ্ছে, কোরোনার সংক্রমণ রুখতে কেউ যেন রাস্তায় না নামেন । বাজারে ঘুরে ঘুরে সচেতন করছেন, কোরোনার বিপদ সম্পর্কে । খাতায়-কলমে তিনি প্রাক্তন পৌরপ্রধান । সরকারিভাবে তাঁর কোনও দায়িত্ব বর্তমানে নেই । অন্য জনপ্রতিনিধিদের বড় অংশই স্বেচ্ছায় গৃহবন্দি ৷

হাবড়ার প্রাক্তন পৌরপ্রধান কী ভূমিকা নিলেন ?

তবুও বিপদের ঝুঁকি নিয়ে তিনি কেন রাস্তায়? নীলিমেশবাবু বলেন, " আমি প্রাক্তন ঠিকই । কিন্তু এই হাবড়া শহরের মানুষ আমাকে অনেক কিছু দিয়েছেন । বিপদের দিনে আমি তাঁদের কথা ভুলতে পারি না । নৈতিক কর্তব্যবোধ থেকে আমি হাবড়াবাসীর পাশে থাকতে চাই । অন্য সব জনপ্রতিনিধিদেরও বলছি, তাঁরাও যেন মানুষের পাশে থাকেন । " হাবড়া থানার ইনস্পেক্টর ইনচার্জ গৌতম মিত্রও নীলিমেশবাবুর তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন । হাবড়া কালীবাড়ি বাজার সমিতির সম্পাদক জয়ন্ত দত্তচৌধুরী বলেন, " কোরোনার বিপদের দিনে আমাদের প্রাক্তন পৌরপ্রধান ও থানার I C যেভাবে সক্রিয়, তাঁদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই । " জনসেবার শপথ নেওয়া জনপ্রতিনিধিদের বেশিরভাগ যখন 'চাচা আপন প্রাণ বাঁচা' নীতি নিয়েছেন, ঠিক তখন মানুষের পাশে থাকার উজ্জ্বল দৃষ্টান্ত নীলিমেশ । প্রাক্তন হয়েও তিনিই বর্তমান ৷

Last Updated : Mar 25, 2020, 11:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details