পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tanmoy Bhattacharya : 215 আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয়, প্রশ্ন আক্রান্ত তন্ময়ের

উত্তর দমদমের প্রাক্তন বিধায়ককে পিছন থেকে মাথায় অতর্কিতে ইট মারা হয় বলে অভিযোগ। মাথার পিছনে আঘাত পান বর্ষীয়ান সিপিআইএম নেতা ৷ এরপর পার্টি অফিসে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করেন তিনি ৷

Tanmoy Bhattacharya
215 আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয়, প্রশ্ন আক্রান্ত তন্ময়ের

By

Published : Oct 30, 2021, 2:07 PM IST

খড়দা, 30 অক্টোবর : শুরুর দিকে শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে উপনির্বাচনের সকালে দফায়-দফায় উত্তপ্ত হল খড়দা ৷ প্রথমে কল্যাণগড় বিদ্য়াপীঠের বুথে তৃণমূল প্রার্থী বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা নিয়ে উত্তপ্ত হল খড়দা ৷ এরপর বেলা বাড়তেই বাড়ল বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা ৷ এরইমধ্য়ে পার্টি অফিসে যাওয়ার পথে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত হলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য ৷

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রহড়া পার্টি অফিসে যাওয়ার সময় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ৷ উত্তর দমদমের প্রাক্তন বিধায়ককে পিছন থেকে মাথায় অতর্কিতে ইট মারা হয় বলে অভিযোগ। মাথার পিছনে আঘাত পান বর্ষীয়ান সিপিআইএম নেতা ৷ এরপর পার্টি অফিসে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করেন তিনি ৷ চিকিৎসারত অবস্থায় আহত তন্ময় প্রশ্ন করেন, "আমার মনে হয় না, এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ৷ গতকালও আমার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার কথা হয়েছে ৷ আমাদের প্রার্থীর এজেন্টের সঙ্গে কথা হয়েছে ৷ উনি আশ্বাস দিয়েছিলেন এরকম কোনও ঘটনা ঘটবে না ৷"

আরও পড়ুন : তৃণমূল প্রার্থীর নাম দিয়ে ব্যাজ পরায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা খড়দায়

তাহলে নিজের উপর হামলা প্রসঙ্গে কী বলবেন আপনি ? তন্ময়বাবু বলেন, "এটা তৃণমূলের পাড়ার কিছু মস্তানের কাজ ৷ ওরা আমাদের পোলিং এজেন্টদের বুথে বসতে দেয়নি ৷" অর্থাৎ তাঁর উপর হামলা হলেও তৃণমূলের নেতাদের কাঠগড়ায় তুলতে নারাজ সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ৷

একইসঙ্গে তাঁর প্রশ্ন, "215 আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয় ?" তন্ময় ভট্টাচার্যের উপর হামলাকে 'বিচ্ছিন্ন ঘটনা' আখ্যা দিয়েও ঘটনার নিন্দায় সরব হয়েছেন খড়দা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস ৷ তিনি বলেন, "শাসক কিংবা প্রধান বিরোধী কেউই এই ঘটনার দায় এড়াতে পারে না ৷" অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details