কামারহাটি, 5 অগস্ট: চলে গেলেন তৃণমূল-কংগ্রেসের প্রবীণ নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ দেবী ঘোষাল (Former Congress MP Debi Ghosal Passes Away)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ।
তাঁর জন্ম 1934 সালে । দমদম লোকসভা ও কামারহাটি বিধানসভার আড়িয়াদহ অঞ্চলে তাঁর বাড়ি । তাঁর বাবা প্রবোধ ঘোষাল কামারহাটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন । বাবার হাত ধরেই দেবী ঘোষালের রাজনীতিতে প্রবেশ । কলকাতা সিটি কলেজে ওয়েস্টার্ন পলিটেকনিক নিয়ে পড়াশোনা করে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে লন্ডনে যান । এরপর তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন । তবে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন ।