বারাসত, 1 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে(Recruitment Scam) ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)সঙ্গে বারাসত পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের সংসদীয় জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়(Former Chairman of Barasat Municipality) । এই বিষয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে কার্যত বোমা ফাটিয়েছেন সুনীল মুখোপাধ্যায় । একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "2012 সাল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অশনি মুখোপাধ্যায়দের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । তাঁর বাড়িতে যাতায়াতও ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর । রাতের দিকে অশনি মুখোপাধ্যায়ের বাড়িতে আসতেন পার্থ চট্টোপাধ্যায় ।" নিজের চোখে অশনি'র বাড়িতে পার্থর যাতায়াত তিনি দেখেছেন বলেও ইটিভি ভারতের প্রতিনিধির সামনে জানিয়েছেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ।
তবে তাঁদের মধ্যে কি বিষয়ে আলোচনা হত সেবিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি সুনীল মুখোপাধ্যায় । তাঁর কথায়, "পার্থ ও অশনিদের মধ্যে কি আলোচনা হত, সেটা আমার জানার বিষয় নয় ৷ কারণ সেই আলোচনায় তো আমি থাকতাম না ৷ তাই কী করে বলব, তাঁদের মধ্যে কী আলোচনা হত ।" শুধু অশনি মুখোপাধ্যায়ের বাড়িতেই নয়, বারাসতের নামী বিপণী সংস্থাতেও যে পার্থ চট্টোপাধ্যায়ের যাতায়াত ছিল সেটাও মেনে নিয়েছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ।