ভাটপাড়া, 19 মে : ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল সকাল ভোট দিলেন BJP প্রার্থী পবন সিং । সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের 144 নম্বর বুথে বাবা অর্জুন সিংয়ের সঙ্গে একসাথে লাইনে দাঁড়ালেন । বুথের প্রথম ভোটটি দিলেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিং । তারপর ভোট দেন পবন । সকাল থেকে এই বুথে সাধারণ মানুষের লাইন চোখে পড়ার মতো ।
পবন রেকর্ড ভাঙুক, "নজরদারি" চালাতে যাওয়ার আগে বললেন অর্জুন - bjp
ভাটপাড়া উপনির্বাচন, সকাল সকাল ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অর্জুন সিং, অভিযোগ করলেন প্রচুর বহিরাগতের আগমন হয়েছে ভাটপাড়ায়
অর্জুন সিং
ভোট দেওয়ার পর অর্জুন সিং বলেন, "এই প্রথম এক সঙ্গে দু'জন ভোট দিতে এলাম । নতুন অভিজ্ঞতা । ওর কাজ আছে । আমাকেও বের হতে হবে । নজরদারি চালাতে হবে। ভোট অবাধ করানো নির্বাচন কমিশনের কাজ । এবার দেখেছি অবাধে বহিরাগতরা ঢুকেছে । আগেও ভোটে লড়েছি কিন্তু কখনও এত বহিরগত আসেনি। এই কেন্দ্র থেকে চার বার বিধায়ক হয়েছি, আমি চাই পবন আমার রেকর্ড ভাঙুক।"
Last Updated : May 19, 2019, 9:06 AM IST