নৈহাটি, 4 জানুয়ারি : দেবক গ্রামে গতকাল বাজি কারখানায় বিস্ফোরণের পর শনিবার ঘটনাস্থানে তদন্তে আসে ফরেন্সিক দল । আজ বিকেলে তিন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থানে আসে । তাঁদের সঙ্গে ছিলেন নৈহাটি থানার IC অনুপম চক্রবর্তী । প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণেরস্থান ঘুরে দেখেন তাঁরা ।
বিস্ফোরণস্থান থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল । ঘণ্টাখানেক তাঁরা সেখানে ছিলেন । কী ধরনের বিস্ফোরক ছিল সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে কিছু বলেনি ফরেনসিক দল । দলের সিনিয়র সায়েন্টিফিক অফিসার দেবাশিস সাহা বলেন, "আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম । পরীক্ষা না করে এখনই কিছু বলা সম্ভব নয় ।"
বিস্ফোরণস্থানে মাটিতে তিন ফুট গভীর গর্ত হয়েছে । ঘরের টিনের চাল ছিটকে গিয়ে 20 ফুট উঁচু গাছের ডালে আটকে রয়েছে । তবে কি শক্তিশালী কোনও বিস্ফোরক ছিল যা সাধারণ বাজির জন্য ব্যবহৃত হয় না ? এর উত্তরে দেবাশিসবাবু বলেন, "পরীক্ষা না করে আমরা কিছুই বলতে পারব না ।" BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, "আমরা মনে করি NIA দিয়ে তদন্ত করা প্রয়োজন । রাজ্য সরকার চাইছে বিষয়টা ধামাচাপা দিতে । NIA - কে গিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে । আমাদের ধারণা, খাগড়াগড়ের মতো বড়মাপের ষড়যন্ত্র রয়েছে দেবক গ্রামের বিস্ফোরণে পেছনে ।"
আরও পড়ুন : তৃণমূলকে 'অনুদান' ও পুলিশকে 'মাসোহারা'-র জেরেই চলত অবৈধ বাজি কারখানা ?