পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hingalganj Bomb Blast : বিস্ফোরণের পর হিঙ্গলগঞ্জে নমুনা সংগ্রহে ফরেন্সিক দল - Hingalganj Bomb Blast

বৃহস্পতিবার বিস্ফোরণের পর রবিবার হিঙ্গলগঞ্জে নমুনা সংগ্রহে পৌঁছল ফরেন্সিক দল (Hingalganj Bomb Blast) ৷ নমুনা সংগ্রহ ছাড়াও এদিন ঘটনার বিষয়ে তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তদের পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন ৷

north 24 pargana
হিঙ্গলগঞ্জে ফরেন্সিক দল

By

Published : Jun 6, 2022, 2:04 PM IST

হিঙ্গলগঞ্জ, 6 জুন : বোমা বিস্ফোরণের 48 ঘণ্টা পর হিঙ্গলগঞ্জের বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করল রাজ্য পুলিশের ফরেন্সিক দল (Forensic team collected samples in Hingalganj blast incident)। রবিবার চার সদস্যের ফরেন্সিক দল সাণ্ডেরেল বিল পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়া গ্রামে যায় নমুনা সংগ্রহ করতে । সঙ্গে ছিলেন বসিরহাট জেলা পুলিশ সুপার জবি থমাস কে-সহ পুলিশের অন্যান্য কর্তারা ।

ফরেন্সিক দলের সদস্যরা এদিন প্রথমেই চলে যান বিস্ফোরণে মূল অভিযুক্ত ধৃত তৃণমূল নেতা ইকবাল আহমেদ গাজির বাড়ি সংলগ্ন মাঠে । যে ফাঁকা মাঠে বসে দুষ্কৃতীরা বোমা বাঁধার কাজ করছিল ঘটনার দিন । সেই মাঠ থেকে এদিন মৃত দুষ্কৃতী আতাউর শেখের ঝলসানো শরীরের টুকরো ও বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক টিমের সদস্যরা । সেই সঙ্গে সংগ্রহ করা হয় বিস্ফোরণস্থলের মাটি-সহ বেশ কিছু সন্দেহজনক বস্তুর নমুনাও । গোটা প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি করা হয়েছে ফরেন্সিক দলের তরফে ।

আরও পড়ুন :Deganga Teen Death : আম কুড়োতে গিয়েছিল, মুখে গ্যাঁজলা উঠে রহস্যজনক মৃত্যু ছাত্রীর

বিস্ফোরণস্থল থেকে যাবতীয় নমুনা সংগ্রহের পর তা ল‍্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানা গিয়েছে ফরেন্সিক দলের তরফে । এদিন নমুনা সংগ্রহের পাশাপাশি স্থানীয় লোকজন এবং ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন ফরেন্সিক দলের সদস্যরা । ঘটনার সময় দুষ্কৃতীরা ঠিক সংখ্যায় কতজন ছিলেন ? তারা এলাকার নাকি বহিরাগত ? বিস্ফোরণের আগে অথবা পরে ঠিক কি ঘটনা ঘটেছিল ? প্রত্যক্ষদর্শী এবং গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে এই সমস্ত প্রশ্নেরই উত্তর এদিন পাওয়ার চেষ্টা করেন ফরেন্সিকের তদন্তকারীরা । তবে এখনও পুরোপুরি আতঙ্ক মুক্ত হতে পারেনি দক্ষিণ বাঁকড়া গ্রাম । ভয়ে কাঁটা হয়ে রয়েছেন গ্রামের বাসিন্দারা । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷

আরও পড়ুন :Hingalganj Bomb Blast : বোমা বাঁধতে গিয়ে একের পর এক বিস্ফোরণ, হিঙ্গলগঞ্জে ঝলসে গেল দুষ্কৃতীর দেহ

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাঁকড়া গ্রাম । বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আতাউর শেখ নামে এক দুষ্কৃতীর । বিস্ফোরণে ঝলসে যায় তার শরীর । ঘটনায় আহত হন আরও তিনজন । সুজন গাজি নামে আহত এক দুষ্কৃতীর হাত উড়ে যায় । ঘটনার পর থেকে তার খোঁজ মিলছে না । তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্থানীয় পঞ্চায়েত সদস‍্যার স্বামী তৃণমূল নেতা ইকবাল আহমেদ গাজির বাড়ি সংলগ্ন ফাঁকা মাঠে বোমা বাঁধছিল বহিরাগত দুষ্কৃতীরা । তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারও করেছে । তাকে জেরা করে বোমা বিস্ফোরণ কাণ্ডের জাল গোটানোর চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসারেরা ।

আরও পড়ুন :Newtown : নিউটাউনে মদের আসরে বাধা নিরাপত্তরক্ষীর, রড দিয়ে মারধর শ্রমিকদের ; চলল গুলিও

ABOUT THE AUTHOR

...view details