নৈহাটি, 11 জানুয়ারি : নৈহাটির ছাইঘাটে বাজি নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণের ঘটনার পর কেটে গেছে 48 ঘণ্টা । আজ এই ঘটনার তদন্তে আসে রাজ্য ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল । তারা দীর্ঘক্ষণ বিস্ফোরণ স্থানটি ঘুরে দেখে । বিভিন্ন নমুনা সংগ্রহ করে । বিস্ফোরণস্থানে যে গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্তটিও তারা পরীক্ষা করে দেখে । গর্তগুলিতে জমে থাকা জল সংগ্রহ করে নিয়ে যান দলের সদস্যরা ।
বিস্ফোরণের তদন্তে নৈহাটিতে ফরেনসিক দল - naihati blust
ফরেনসিকের দলের মধ্যে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার, দেবাশিস সাহা । ওইদিন বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ছিল এবং তার তেজস্ক্রিয়তা কতটা ছিল, তা জানার জন্যই এই তদন্ত বলে জানা গেছে ।
![বিস্ফোরণের তদন্তে নৈহাটিতে ফরেনসিক দল image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5675181-thumbnail-3x2-nai.jpg)
যদিও তাঁরা বিস্ফোরণের এই তদন্ত নিয়ে মুখ খুলতে নারাজ । তাঁরা বলেন, "এখনও কিছু বলা যাচ্ছে না । আমরা আগে তদন্ত করে দেখব । এই নমুনা আমরা ল্যাবরেটরিতে নিয়ে যাব । সেইখানেই দেখা যাবে ওইদিন বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ছিল এবং তার তেজস্ক্রিয়তা কতটা ছিল ।" আজ ফরেনসিকের দলের মধ্যে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার, দেবাশিষ সাহা সহ অন্যরা ।
9 জানুয়ারি নৈহাটির ছাইঘাট এলাকায় বিস্ফোরণ হয় ৷ দেবক গ্রাম থেকে প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করে এনেছিল পুলিশ ৷ সেই বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে ছাইঘাট ও তার পার্শ্ববর্তী এলাকা ৷ আর তারপরই আজ ঘটনাস্থানে তদন্তে আসে রাজ্য ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল ।