দেগঙ্গা, 6 মার্চ : দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি নোট ৷ দেগঙ্গা থানার অম্বিকা নগরে আজ সকালে আবদুল বারিক নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয় একটি প্রাইভেট গাড়ি ৷ স্থানীয় মানুষজন গাড়িতে থাকা দুই ব্যক্তিকে ধরে ফেলেন ৷ পরে পুলিশ এসে গাড়ি তল্লাশির সময় বিদেশি নোট উদ্ধার করে ৷ দু’জনকে আটক করা হয়েছে ৷
দেগঙ্গায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার বিদেশি নোট, আটক 2 - উত্তর 24 পরগনা
এক ব্যক্তিকে ধাক্কা মারে গাড়িটি ৷ স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয় ৷ পুলিশ গাড়ি তল্লাশির সময় বিদেশি নোট উদ্ধার করে ৷
দেগঙ্গায় টাকি রোড ধরে আজ সকালে রাজারহাটের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি যাচ্ছিল ৷ অম্বিকা নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আবদুল বারিক নামে এক ব্যক্তিকে ধাক্কা মারে ৷ আবদুলকে ধাক্কা মারার পর রাস্তার পাশে পড়ে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা মারে গাড়িটি ৷ দুর্ঘটনার পর চালক পালিয়ে যায় ৷ স্থানীয় মানুষজন গাড়িতে থাকা দু’জনকে ধরে ফেলে ৷ দেগঙ্গা থানার পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে গাড়ি তল্লাশির সময় বিদেশি নোট উদ্ধার হয় ৷ ঘটনায় রোহিত রায় নামে এক যুবক ও তাঁর সঙ্গীকে আটক করে পুলিশ ৷ আহত আবদুল বারিককে বিশ্বনাথপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷
আহত আবদুলের ভাই বলেন, ‘‘দাদার আর্থিক অবস্থা ভালো নয় ৷ বাড়িতেই ছোটো একটি মুদির দোকান রয়েছে ৷ দাদার চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হয় ৷’’ অভিযুক্ত রোহিত রায় অবশ্য বিদেশি নোট নিয়ে কোথায় যাচ্ছিলেন তা স্পষ্ট করেননি ৷ তিনি বলেন, ‘‘আমরা রাজারহাট থেকে আসছিলাম ৷ টাকি রোডে ঢুকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷’’ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নোটগুলি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইট্যালির ৷ 100 টাকার পাঁচটি নোট শ্রীলঙ্কার এবং বাকিগুলি অস্ট্রেলিয়া ও ইট্যালির ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনায় কোনও পাচার চক্র জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ ৷