বিধাননগর, 28 মে: আজ শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের 803 জন SSC চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ করে । নিয়োগ শুরু না হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিলেন চাকরিপ্রার্থীরা ।
নিয়োগের দাবিতে আচার্য সদনের সামনে বিক্ষোভ SSC চাকরিপ্রার্থীদের - আচার্য সদন
নিয়োগের দাবিতে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখালেন শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা ক্যাটেগরির 803 জন ssc চাকরিপ্রার্থী । তাঁদের বক্তব্য একই মেমো নম্বর রয়েছে এমন 876 জন গত জানুয়ারিতেই নিয়োগপত্র হাতে পেয়ে চাকরিতে যোগ দিয়েছেন । কিন্তু বাকি 803 জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না ।
চাকরিপ্রার্থী কাবেরী ঘোষ বলেন, " আমরা SSC চাকরিপ্রার্থী । 28 এবং 30 জানুয়ারি আমাদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল । 28 তারিখে কিছু নিয়োগপত্র দেওয়া হয়েছে । আমাদের 30 তারিখ নিয়োগপত্র দেওয়ার কথা ছিল । একই মেমো নম্বর, একই সবকিছু এমন 876 জন ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়ে বেতন তুলছে । গত চার মাস ধরে তারা বেতন তুলছে । অথচ আমরা যে 803 জন রয়েছি, তাদেরও একই মেমো নম্বর, কিন্তু আমরা 5 মাস ধরে ঘুরছি । আমরা বার বার কাউন্সিলের কাছে যাচ্ছি, কাউন্সিল আমাদের কোনও কথা শুনছে না । আমাদের কাছে সুপারিশপত্রও আছে । কিন্তু নিয়োগপত্র দিতে চাইছে না । এরমধ্যে হাইকোর্টের স্টে পড়েছে । হাইকোর্ট থেকে যা বলা হচ্ছে স্টে তোলার জন্য কাউন্সিল তা মানছে না । কাউন্সিল কিছু দিচ্ছে, কিছু দিচ্ছে না । ফলে আবার স্টে পড়ে যাচ্ছে ।"
অন্যদিকে কাউন্সিলের তরফে জানানো হয়েছে স্টে অর্ডার তোলার জন্য হাইকোর্টে যাবতীয় নথি জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ এলেই ফের চালু হবে নিয়োগ প্রক্রিয়া ।