বারাসত, 4 জুন : পরিদর্শন চলাকালে হাবড়ায় রেশন ডিলারের মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে বদলি করা হল খাদ্য দপ্তরের অভিযুক্ত আধিকারিককে। বুধবার বারাসতে সাংবাদিক বৈঠক করে একথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, "শুধু বদলিই নয়, ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।"
মঙ্গলবার হাবড়ার খারো গ্রামে একটি রেশন দোকানে আচমকা অভিযান চালায় খাদ্য দপ্তর। অভিযান চলার সময় তপন মজুমদার নামে ডিলারের মৃত্যু হয়। ঘটনায় তাঁর পরিবার ও রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় দু'টি অভিযোগ দায়ের করা হয়। তাতে বলা হয়েছে, পরিদর্শন চলাকালে ওই ডিলারের উপর খাদ্য দপ্তরের আধিকারিক মানসিক চাপ সৃষ্টি করেছিলেন৷ তাতেই অসুস্থ হয়ে ডিলারের মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয়রা খাদ্য দপ্তরের ওই আধিকারিকের শাস্তির দাবিতে খারো বাজারে কয়েক ঘণ্টা পথ অবরোধ করেন। পরে হাবড়ার BDO শুভ্র নন্দী ঘটনাস্থানে গিয়ে বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।