হিঙ্গলগঞ্জ, 8 জুন : রাতের অন্ধকারে ত্রাণের চাল, আলু সহ বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ ৷ যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল যশ বিধ্বস্ত হিঙ্গলগঞ্জের কাটাখালিতে । দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার হাসনাবাদ-লেবুখালি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো বানভাসি মানুষ । তাঁদের অভিযোগ, ‘‘এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে । ফলে প্রকৃত বানভাসিরা বারবার বঞ্চিত হচ্ছেন ত্রাণ থেকে ৷’’ খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ । পরে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায় ।
যশ ও ভরা কোটালের প্রবল জলচ্ছ্বাসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন লাগোয়া সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকে । সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হতে হয়েছে লক্ষাধিক মানুষকে । গৃহহীন হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে ঠাঁই হয়েছে দুর্গত মানুষের । অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে । আবার সেই ত্রাণ সামগ্রী অনেক জায়গায় না মেলার অভিযোগও রয়েছে । এসবের মধ্যেই এবার হিঙ্গলগঞ্জে দুর্গত মানুষের জন্য রাখা ত্রাণ সামগ্রী চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠল ।