পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাইকোর্টের ধমকে হুঁশ ফিরল, 24 ঘণ্টার মধ্যেই শেখ শাহজাহানের বাড়িতে বসল সিসিটিভি - শেখ শাহজাহান

CCTV installed at Sheikh Shahjahan house: কলকাতা হাইকোর্টের ধমক খাওয়ার পর টনক নড়ল পুলিশ ও প্রশাসনের ৷ সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে বসানো হল সিসিটিভি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 1:51 PM IST

Updated : Jan 17, 2024, 5:52 PM IST

শেখ শাহজাহানের বাড়িতে বসল সিসিটিভি

সন্দেশখালি, 17 জানুয়ারি:সন্দেশখালি কাণ্ডে কলকাতা হাইকোর্টের ধমকের মুখে পড়ে অবশেষে হুঁশ ফিরল পুলিশ ও প্রশাসনের । 24 ঘণ্টার মধ্যেই হামলার মাস্টারমাইন্ড তৃণমূলের ফেরার 'বাহুবলী' নেতা শেখ শাহজাহানের আকঞ্জিপাড়ার বাড়িতে বসানো হল সিসিটিভি ক‍্যামেরা ।

মোট তিনটি সিসিটিভি লাগানো হয়েছে সেখানে । একটি বাড়িতে ঢোকার মুখে ও বাকি দু'টি তৃণমূল নেতার বাড়ির দু'দিকের রাস্তা বরাবর । ঢোকার মুখে যে সিসিটিভি ক‍্যামেরাটি বসানো হয়েছে, সেটির মাধ্যমে 'নিখোঁজ' তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আসা যাওয়ার গতিবিধি স্পষ্টত ধরা পড়বে ।

সূত্রের খবর, সিসিটিভি ক‍্যামেরার হার্ডডিক্স বসানো হয়েছে শাহজাহানের নির্মীয়মাণ একটি গ‍্যারেজে । সেখান থেকেই 24 ঘণ্টা মনিটরিং করা হবে সিসিটিভি ক‍্যামেরার । সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে গড়িমসির জন্য মঙ্গলবারই রাজ্য পুলিশকে তিরস্কার করে কলকাতা হাইকোর্ট । তারপরই কি এই তৎপরতা ? উঠছে প্রশ্ন !

শেখ শাহজাহানের বাড়িতে বসল সিসিটিভি

সন্দেশখালি কাণ্ডে এখনও বেপাত্তা তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান । ঘটনার পর 12 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি 'ফেরার' এই তৃণমূল নেতার । যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে । কেন শাহজাহান এখনও আত্মসমর্পণ করেননি তা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে রাজ্য পুলিশকে । শুধু তাই নয়,পলাতক এই তৃণমূল নেতার বাড়ি কেন এখনও পর্যন্ত 'সিল' করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । এরপরই মঙ্গলবার তিনি 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন । আর আদালত কড়া হতেই একের পর এক ভোলবদল ঘটে । শাহজাহান অন্তরাল থেকেই প্রথমে এই মামলার সঙ্গে যুক্ত হতে চেয়ে আবেদন করেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে । যদিও পরবর্তী সময়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে সরে দাঁড়ান তিনি । কারণ মামলায় যুক্ত হতে হলে ওকালত নামায় সই করতে হবে তাঁকে । তাতে হিতে বিপরীত হতে পারে, এই শংকা থেকেই তৃণমূল নেতার আইনজীবী আবেদন প্রত্যাহার করে নেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের ।

এ দিকে, বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবারই শাহজাহানের গতিবিধি জানতে তাঁর সরবেড়িয়ার বাড়ির সামনে সিসিটিভি বসানোর নির্দেশ দেন । তিনি বলেন,"যত দ্রুত সম্ভব সিসিটিভি বসাতে হবে । আর এর সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে পুলিশকে ৷" এরপরই রাজ্য পুলিশ হাইকোর্টের নির্দেশ মেনে রাতারাতি মূল অভিযুক্তের বাড়ির সামনে সিসিটিভি বসায়। বুধবার সেখানে গিয়ে দেখতে পাওয়া গেল,তাঁর বাড়ির সামনে অর্থাৎ আকুঞ্জি পাড়ার মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে । এমনকী তাঁর বাড়ির লাগোয়া গ্যারাজে বসানো হয়েছে একটি মনিটর । যেখান থেকে সিসিটিভি-র মাধ্যমে যাবতীয় গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে ।

প্রশাসন সূত্রে খবর, এছাড়া আরও একটি সিসিটিভি ক‍্যামেরা লাগানো হয়েছে সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহান মার্কেটে । অন‍্যদিকে,বাড়িতে সিসিটিভি ক‍্যামেরা লাগানোর বিষয়ে শেখ শাহজাহানের ছোট ভাই শেখ আলমগীর বলেন, "হাইকোর্টের নির্দেশেই সম্ভবত সিসিটিভি ক‍্যামেরা বসানো হয়েছে । ঘটনা ঘিরে যে পরিস্থিতি চলছে তাতে আমাদের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে । না পারছি ঘরে থাকতে, না পারছি বাড়ির বাইরে বেরোতে । আইনের উপর আমাদের ভরসা রয়েছে । আমরা চাই আইনি মাধ‍্যমে এর একটা সুরাহা হোক । রেশন দুর্নীতিকাণ্ডে যদি শেখ শাহজাহান দোষী হয় তবে তাঁর সাজা হোক আইনের মাধ্যমে । কিন্তু, বিচার হওয়ার আগেই তাঁকে দোষী বানিয়ে দেওয়া হচ্ছে । যেটা ঠিক নয় ৷"

আরও পড়ুন:

  1. 24 ঘণ্টা কাটার আগেই হাইকোর্ট থেকে আবেদন প্রত্যাহার শেখ শাহজাহানের
  2. আড়াল থেকে হাইকোর্টের দ্বারে শেখ শাহজাহান, সন্দেশখালির মামলায় যুক্ত হওয়ার আবেদন
  3. শাহজাহান ঘনিষ্ঠ দু'জনকে গ্রেফতার পুলিশের, হামলার মাস্টারমাইন্ড অধরাই
Last Updated : Jan 17, 2024, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details