পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে বিপাকে ফুলচাষিরা, মাঠেই নষ্ট হচ্ছে ফুল - coronavirus

ঠাকুরনগর এলাকায় সাড়ে 500 হেক্টর জমিতে ফুল চাষ হয় । ফুল চাষের সঙ্গে জড়িত কয়েক হাজার পরিবার । বছরভর তাঁরা ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন । হাওড়ার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার হিসেবে পরিচিত ঠাকুরনগর ফুল বাজার ।

image
বিপাকে ফুলচাষিরা

By

Published : Apr 22, 2020, 7:01 PM IST

Updated : Apr 26, 2020, 8:24 PM IST

ঠাকুরনগর, 22 এপ্রিল: লকডাউনের ফলে বিপাকে পড়েছেন উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ফুলচাষিরা । মুখ্যমন্ত্রী ফুল বাজার খোলার নির্দেশ দিলেও স্থানীয় বাসিন্দাদের চাপে সেই বাজার খোলা যায়নি । মাঠের ফুল মাঠেই পচে যাচ্ছে ।

লকডাউনে বিপাকে ফুলচাষিরা...

উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের ঠাকুরনগর এলাকা মূলত ফুল চাষের জন্য বিখ্যাত । কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঠাকুরনগর এলাকায় সাড়ে 500 হেক্টর জমিতে ফুল চাষ হয় । ফুল চাষের সঙ্গে জড়িত কয়েক হাজার পরিবার । বছরভর তাঁরা ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন । হাওড়ার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার হিসেবে পরিচিত ঠাকুরনগর ফুল বাজার ।

কোরোনা সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণা করেছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল বাজার খোলা রাখা যাবে বলে ঘোষণা করেছিলেন । কিন্তু স্থানীয় বাসিন্দাদের চাপে ঠাকুরনগর ফুল বাজার খোলা যায়নি । চাষিরা ফুল তুলে বাজারে নিয়ে গেল সেই ফুল ফিরিয়ে আনতে হয়েছে । এদিকে ফুল গাছে থাকলে গাছের ক্ষতি হবে । তাই চাষিরা ফুল তুলে ফেলে দিচ্ছেন ।

বহু চাষি ঋণ করে ফুল চাষ করেছিলেন । লকডাউনে ফুল বাজার বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন । ঘরে টাকা নেই আবার মহাজনের চাপ । ফুল চাষি সাধন ঘোষ ও ধীরেন দাসরা জানালেন, এই অবস্থায় সরকারি সাহায্য না পেলে অনাহারে দিন কাটাতে হবে ।

লকডাউন উঠে কবে বাজার স্বাভাবিক হবে জানেন না ফুলচাষিরা । তাই একপ্রকার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ঠাকুরনগরে কয়েক হাজার ফুলচাষি ।

Last Updated : Apr 26, 2020, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details