পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangaon Dakshin BJP MLA পৌর উপনির্বাচনের আগে বনগাঁয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স, শুরু তরজা - Bangaon flex controversy

বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের আগে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক ৷ যার কেন্দ্রে রয়েছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের (Bangaon Dakshin BJP MLA) ছবি দিয়ে তৈরি ফ্লেক্স ৷ এই ফ্লেক্সে বিজেপি বিধায়কের বিরুদ্ধে নানা কথা লেখা রয়েছে (flexs against Bangaon BJP MLA) ৷

Bangaon Dakshin BJP MLA in controversy
Etv Bharat

By

Published : Aug 19, 2022, 6:45 PM IST

Updated : Aug 19, 2022, 7:32 PM IST

বনগাঁ, 19 অগস্ট: বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন আগামী 21 অগস্ট। তার আগেই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক (Bangaon Dakshin BJP MLA) স্বপন মজুমদারের ছবি দিয়ে ওয়ার্ডের বিভিন্ন যায়গায় পড়েছে ফ্লেক্স ৷ বিজেপি কার্যালয়ের পাশেও সেই ফ্লেক্স লাগানো হয়েছে ৷ এই ফ্লেক্সে ওই বিজেপি বিধায়কের নামে থাকা বিভিন্ন পুরনো মামলা প্রসঙ্গ তোলা হয়েছে ৷ সঙ্গে লেখা রয়েছে 'বিজেপি বিধায়কের কুকীর্তি' । তার নিচের লাইনে লেখা, 'ভেবে দেখুন, কারা ভোট চাইতে আসছে ।'

পৌর উপনির্বাচনের আগে বনগাঁয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স

শুক্রবার সকাল থেকেই ওই এলাকায় এই ফ্লেক্সগুলি দেখতে পান স্থানীয়রা (flexs against BJP MLA in Bangaon)। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বনগাঁয় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা (Bangaon flex controversy)। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচারে পথসভায় তিনি তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন । তাই তৃণমূলই বেনামে এই পোস্টার দিয়েছে ৷ তাঁর কথায়, "ফ্লেক্সে যেসব অভিযোগ তোলা হয়েছে সেটা 2018 সালের একটা ঘটনা । সেই মামলা থেকে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি ৷ তাই এই অভিযোগের কোনও ভিত্তি নেই । এভাবে বিরোধী কণ্ঠরোধ করা ও দমানো যাবে না ৷

বনগাঁয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স, শুরু তরজা

আরও পড়ুন: অনুব্রত কন্যার নামে রাইস মিলে সিবিআই তল্লাশিতে মিলল দলিলসহ বহু নথি

বিজেপি বিধায়ক এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেও, তা অস্বীকার করেছেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস । তিনি বলেন, "এই ধরনের কাজে তৃণমূল বিশ্বাসী না । যদি তার মনে হয়, মিথ্যে প্রচার করা হয়েছে তবে উনি পুলিশের কাছে যান ।" সঙ্গে তাঁর কটাক্ষ, "কাঁচের ঘরে থেকে ঢিল মারতে নেই । এইসব দুর্নীতিগ্রস্ত লোকেদের মানুষ মেনে নেয় না ।"

Last Updated : Aug 19, 2022, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details