পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতের পর মধ্যমগ্রামেও শুভেন্দুর নামে ফ্লেক্স - বর্ষীয়ান সাংসদ সৌগত রায়

দলের সঙ্গে দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে সদ্য মন্ত্রিত্ব ছেড়ে আসা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর । দূরত্ব ঘোচাতে মধ্যস্থতার কাজ করেছিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় । সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে শুভেন্দুর গোঁসা ভাঙানোর চেষ্টাও হয়েছিল । কিন্তু তাতেও চিঁড়ে ভিজেনি প্রাক্তন পরিবহন মন্ত্রীর ।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

By

Published : Dec 5, 2020, 7:16 PM IST

মধ্যমগ্রাম, 5 ডিসেম্বর : বারাসতের পর এবার মধ্যমগ্রাম । ফের ফ্লেক্স পড়ল শুভেন্দু অধিকারীর সমর্থনে । "দাদার অনুগামীদের" তরফে এই ফ্লেক্স পড়েছে মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে । যশোর রোডের চৌমাথা থেকে জেলা তৃণমূলের কার্যালয় অবধি যতগুলো ল্যাম্পপোস্ট রয়েছে তার গায়ে সাঁটানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি সহ বিভিন্ন ফ্লেক্স । কোথাও লেখা হয়েছে, "নতুন সূর্যোদয় ঘটবে । নতুন ভোর আসবে । আমরা সবাই দাদার সঙ্গে রয়েছি।’’ আবার কোথাও লেখা রয়েছে, " জরাজীর্ণর হোক অবসান । নতুনকে করো আহ্বান । শুভেন্দু দা জিন্দাবাদ।’’ ফ্লেক্সের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে রীতিমতো শোরগোল ফেলেছে তৃণমূলের অন্দরে । তবে, এই ফ্লেক্সের নেপথ্যে কারা রয়েছেন তা জানা না গেলেও তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে ।

দলের সঙ্গে দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে সদ্য মন্ত্রিত্ব ছেড়ে আসা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর । দূরত্ব ঘোচাতে মধ্যস্থতার কাজ করেছিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় । সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে শুভেন্দুর গোঁসা ভাঙানোর চেষ্টাও হয়েছিল । কিন্তু তাতেও চিঁড়ে ভিজেনি প্রাক্তন পরিবহন মন্ত্রীর । আর তা পরিষ্কার হয়েছিল সৌগত রায়কে মেসেজ পাঠানোর মধ্যে দিয়ে । দলে কোণঠাসা হতেই বিভিন্ন জেলায় অরাজনৈতিক মঞ্চে সভা করতে দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র ও তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে । কখনও নাম না করে দলের শীর্ষ নেতাকে খোঁচা, আবার কখনও সুকৌশলে রাজনৈতিক কথাবার্তা এড়িয়ে গিয়েছেন তিনি । বসে নেই দাদার অনুগামীরাও । শুভেন্দুর পাশে দাঁড়িয়ে তাঁর সমর্থনে একের পর এক জেলায় পোস্টার, ফ্লেক্স ও হোডিং দিয়ে পরোক্ষে তৃণমূলকে বার্তা দিয়েছেন । এসবের মধ্যেই এবার শুভেন্দুর সমর্থনে ফ্লেক্স পড়ল মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে । যা ঘিরে শুরু হয়েছে রীতিমতো চর্চা । বাড়ছে জল্পনাও । তবে, এসব ফ্লেক্স-কে গুরুত্ব দিচ্ছে না শাসকদল ।

শুভেন্দু অধিকারীর নামে ফ্লেক্স

আরও পড়ুন :- চন্দ্রকোনায় দাদার অনুগামী পোস্টার; কটাক্ষ তৃণমূলের

এই বিষয়ে মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও জেলা তৃণমূল নেতা প্রকাশ রাহা বলেন, "দলের মধ্যে কেউ কেউ সুযোগের অপেক্ষায় থাকে । সেই সমস্ত সুযোগ সন্ধানীরা এই কাজ করে থাকতে পারে । এর সঙ্গে দলের কেউ যুক্ত নয় ।’’ শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন, ‘‘এর আগে অনেক মহারথী দল ছেড়ে চলে গিয়েছেন । তাঁরা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি । ইতিহাস সেই কথা বলছে । দলের মধ্যে কোনও ক্ষোভ থাকলে তা প্রশমনের চেষ্টা করছেন তৃণমূল নেত্রী ।’’

ABOUT THE AUTHOR

...view details