পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: মধ্যমগ্রামে পতাকা টাঙানো ঘিরে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, আহত 5

পতাকা টাঙানো ঘিরে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মধ্যমগ্রাম । বাঁশ, লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা ও মারধরের অভিযোগ । আহত দু'দলের মোট পাঁচজন কর্মী ।

TMC ISF Clash
আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ

By

Published : Jul 4, 2023, 9:41 PM IST

মধ্যমগ্রামে পতাকা টাঙানো ঘিরে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ

মধ্যমগ্রাম, 4 জুলাই: পঞ্চায়েত ভোটের আগে হিংসা ও অশান্তি থামার কোনও লক্ষ্মণই নেই ! ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে বিভিন্ন প্রান্তে । এবার পতাকা টাঙানোকে কেন্দ্র করে মধ্যমগ্রামে গণ্ডগোলে জড়ালেন আইএসএফ এবং তৃণমূল সমর্থকরা । প্রকাশ্যে দু'দলের কর্মীদের মধ্যে চলে মারপিটও । বাঁশ,লাঠি নিয়ে একে অপরের ওপর হামলার ঘটনায় আহত হয়েছেন দু'পক্ষের পাঁচজন ।

এর মধ্যে আইএসএফ সমর্থিত এক মহিলার মাথা ফেটে গিয়েছে বলে খবর । ঘটনার জেরে সোমবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যমগ্রামের চন্ডীগড়-রোহন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনার পর আইএসএফ এবং তৃণমূল উভয়ই হামলার দায় চাপিয়েছে একে অপরের বিরুদ্ধে । ফলে,এই চাপানউতোরে ভোটের আগে রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ।

জানা গিয়েছে, গতবারের নির্বাচিত তৃণমূল সদস্য শেখ নিজাল আলিকে এবারের পঞ্চায়েত ভোটে টিকিট দেয়নি দল । পরিবর্তে চন্ডীগড়-রোহন্ডা পঞ্চায়েত থেকে গ্রাম সংসদের আসনে রেজ্জাক আলিকে প্রার্থী করেছে শাসকদল । টিকিট না পেয়ে বিক্ষুদ্ধ ওই তৃণমূল নেতা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান দলেরই মনোনীত প্রার্থীর বিরুদ্ধে । কল চিহ্নে দাঁড়ানো শেখ নিজাম আলিকে সঙ্গে সঙ্গে সমর্থনও জানিয়ে দেয় আইএসএফ । ফলে, তিনি এখন আইএসএফ মনোনীত নির্দল প্রার্থী হিসেবেই লড়ছেন সেখান থেকে । এ নিয়েই বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল দুই নেতার অনুগামীদের মধ্যে । সেই বিবাদই চরম আকার নেয় সোমবার গভীর রাতে ।

সূত্রের খবর, বিক্ষুদ্ধ তৃণমূল নেতা ও নির্দল প্রার্থী শেখ নিজাম আলির সমর্থনে ব‍্যানার এবং পতাকা টাঙাচ্ছিলেন তাঁর অনুগামীরা । তাতে সামিল হয়েছিলেন আইএসএফের কর্মী-সমর্থকরাও । অভিযোগ, সেই সময় আচমকাই তৃণমূল প্রার্থী রেজ্জাক আলির লোকজন হামলা চালায় তাঁদের ওপর । পালটা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেঁধে যায় দু'পক্ষের মধ্যে । তাতেই আহত হয়েছেন দু'দলের মোট পাঁচজন । এক মহিলার মাথা ফেটে যাওয়ায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে । পরে, পুলিশ এসে দু'পক্ষের লোকজনকে হটিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ধীরে ধীরে । ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে মধ্যমগ্রামের দক্ষিণ জোজড়া এলাকা । এদিকে এই ঘটনা ঘিরে রাজনৈতিক পারদও চড়ছে মধ্যমগ্রামের চন্ডীগড়-রোহন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় ।

এই বিষয়ে গ্রাম সংসদের তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থী শেখ নিজাম আলি বলেন, "ভয় পেয়েই এখন হামলার রাস্তা বেছে নিতে হয়েছে শাসকদলকে । শান্তিপূর্ণ নির্বাচন হবে । গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তিনিই জিতবেন । গণতন্ত্রে এটা হওয়াই স্বাভাবিক । অশান্তি করে মানুষকে ভয় দেখানো যাবে না । মানুষ তৈরি রয়েছে তৃণমূলের অশান্তির মোকাবিলায় । এটা যেন মাথায় রাখে ওরা ৷"

আরও পড়ুন:প্রচার ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ রানিগঞ্জে, পথে বসে প্রতিবাদ অগ্নিমিত্রার

যদিও, বিক্ষুদ্ধ ওই তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধেই পালটা হামলার অভিযোগ এনে তাঁকে নিশানা করেছেন দলেরই মনোনীত প্রার্থী রেজ্জাক আলি । অন‍্যদিকে, মঙ্গলবার সকালে দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে । সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

মধ্যমগ্রামের পর দেগঙ্গাতেও পতাকা টাঙানো ঘিরে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠে ৷ দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের রায়কোলা গ্রামে সংঘর্ষ চলাকালীন দু'পক্ষের মধ্যে বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনায় দু'দলেরই কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে খবর।তাঁদের স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। খবর পেয়ে পুলিশ এসে দু'পক্ষের কর্মী-সমর্থকদের হটাতে লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে পুলিশ আইএসএফ প্রার্থী-সহ দু'জনকে আটক করে নিয়ে যায় থানাতে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

ABOUT THE AUTHOR

...view details