পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 8, 2022, 9:16 PM IST

ETV Bharat / state

BJP Leaders Resign : বারাসত জেলা সভাপতির উপর ক্ষোভ, 5 বিজেপি সদস্যের পদত্যাগ

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে একজোটে পদ ছাড়লেন অশোকনগরের 5 বিজেপি পদাধিকারী (inner clash in Bengal BJP) । তাঁদের ক্ষোভ মূলত জেলা সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে ।

BJP Leaders Resign news
5 বিজেপি সদস্যের পদত্যাগ

অশোকনগর, 8 মে: বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে আগেই জেলা কমিটি থেকে 15 জন সদস্য পদত্যাগ করেছেন (inner clash in Bengal BJP)। সেই ক্ষোভ সামলে ওঠার আগেই ফের বড় ধাক্কা খেল বারাসত জেলা বিজেপি । জেলা সভাপতি তাপস মিত্রের উপরে একরাশ ক্ষোভ উগরে দিয়ে একজোটে পদ ছাড়লেন অশোকনগরের 5 বিজেপি পদাধিকারী । রবিবার দুপুরে উত্তর 24 পরগনার অশোকনগরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের কথা জানান তাঁরা । তাঁদের ক্ষোভ মূলত জেলা সভাপতির বিরুদ্ধে । যদিও বিষয়টিকে আমল দিচ্ছে না তাপস মিত্র ।

জানা গিয়েছে, বারাসত সাংগঠনিক জেলায় বিজেপির 69 জন জেলা কমিটির সদস্য ছিলেন । গত রবিবার জেলা সভাপতির উপর ক্ষোভ দেখিয়ে বারাসতে সাংবাদিক বৈঠক করে 15 জন নেতা পথ ছেড়েছিলেন । এবার অশোকনগরে সাংবাদিক বৈঠক করে চন্দন দাস, গৌরাঙ্গ নন্দী, কৃষ্ণা রায়, গৌরাঙ্গ দাস ও প্রবীর দাস এই পাঁচজন পদ ছাড়ার কথা ঘোষণা করেন ।

আরও পড়ুন :বিজেপিকে সমর্থন করেছেন জেলা সভাপতি, দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

সদ্য পদত্যাগী ওই নেতাদের অভিযোগ, বর্তমান জেলা সভাপতি দলে পুরনো ৷ কর্মীদের কোনও গুরুত্বই দিচ্ছেন না ৷ পাশাপাশি তাঁরা জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও তুলেছেন ৷ এদিন পদত্যাগীরা তাপস মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরানোর দাবি তুলেছে ।

এদিনের সাংবাদিক বৈঠকে তাঁরা বলেন, "আমরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আমাদের পদ ছাড়ার কারণ জানিয়ে একটি চিঠিও পাঠাচ্ছি ।" বারাসত সাংগঠনিক পদ থেকে একের পর এক নেতা পদত্যাগ করায় আরও প্রকট হচ্ছে বিজেপির গোষ্ঠী কোন্দল ৷ ফলে এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও দুর্বল হবে বলে মত সংশ্লিষ্ট মহলের ৷ স্বভাবতই, জেলা সভাপতির পরিচালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না জেলা সভাপতি তাপস মিত্র । তিনি বলেন, "কিছু লোক ভুল বুঝিয়ে কয়েকজনকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়েছে । কয়েক জন জেলার পদাধিকারী হতে চেয়েছিলেন । না হতে পেরে আমার বিরুদ্ধে চক্রান্ত করে এই সব করছে । তাঁরা দল বিরোধী কাজ করছে ।"

ABOUT THE AUTHOR

...view details