হিঙ্গলগঞ্জ, 27 মে : যশের তণ্ডবে শুধুমাত্র মানুষই নয়, অনেক প্রাণীও তাদের বাসস্থান হারিয়েছে ৷ বিশেষত সুন্দরবন অঞ্চলে ৷ তবে মানুষের ভালবাসায় প্রাণে বেঁচেছে বহু মনুষ্যতর৷ এমনই একটি ছবি দেখা গেল, সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর শ্যামনগরে ৷ একটি ভেসে যাওয়া হরিণ শাবক ও একটি পূর্ণবয়স্ক হরিণকে নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে দেখা গেল মৎস্যজীবীদের ৷
যশের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে সুন্দরবনের একাধিক এলাকায় । জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে অনত্র আশ্রয় নিয়েছে বহু মানুষ । কুঁকড়েখালি জঙ্গলে নোনা জল ঢুকে যাওয়ায় আশ্রয় হারিয়েছে বহু প্রাণী ৷ কুঁকড়েখালি নদীতে এক হরিণ ও তার শাবককে ভাসতে দেখেন স্থানীয় মানুষ ৷ তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন মৎস্যজীবীদের ৷