পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়িতে ঢুকে মাছ ব্যবসায়ীকে গুলি, চাঞ্চল্য স্বরূপনগরে - Fish trader shot in Swarupnagar hospitalized in critical condition

স্বরূপনগরের বিথারী-হাকিমপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যবসায়ী ৷ তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

স্বরূপনগরে মাছ ব্যবসায়ীকে গুলি
স্বরূপনগরে মাছ ব্যবসায়ীকে গুলি

By

Published : Jul 11, 2021, 4:55 PM IST

স্বরূপনগর, 11 জুলাই : বাড়িতে ঢুকে মাছ ব্যবসায়ীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা । গুলিবিদ্ধ অবস্থায় কমলেশ সরকার (35) নামে ওই ব্যবসায়ীকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে । চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় । হাসপাতালে সূত্রে খবর, ওই ব্যসায়ীর গলায় গুলি লেগেছে । অস্ত্রোপচারের পর গুলি বের করা হলেও সঙ্কট এখনও কাটেনি তাঁর । কী কারণে ওই ব্যবসায়ীকে গুলি করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ।

স্বরূপনগরের বিথারী-হাকিমপুর পঞ্চায়েতের গিলাপুকুর গ্রামে বাড়ি কমলেশের । মাছ ধরে তা বিভিন্ন জায়গায় বিক্রি করাই তাঁর পেশা ৷ শনিবার রাতে বাড়ির বারান্দায় বসে মাছ ধরার জাল বুনছিলেন কমলেশ ৷ তখন বাইকে করে এসে দুই দুষ্কৃতী বাড়িতে ঢুকে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলির শব্দ পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন পরিবারের অন্যান্যরা ৷ এসে দেখেন, গুলিবিদ্ধ কমলেশের শরীর থেকে অঝোরে রক্তপাত হচ্ছে ৷ ততক্ষণে পালিয়েছে দুষ্কৃতীরা ৷ গন্ডগোল শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও ।

দেরি না করে কমলেশকে প্রথমে নিয়ে যাওয়া হয় সাড়াফুল গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসা হলেও শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে । রবিবার ভোরের দিকে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে । সেখানে অস্ত্রোপচারের পর ব্যবসায়ীর গলা থেকে গুলি বের করা হয় ৷ এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি ৷ চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ৷

কমলেশের স্ত্রী পিঙ্কি সরকার বলেন, "দু'জন লোক এসে গুলি করে পালিয়ে যায় । তাদের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল । ফলে চেনা সম্ভব হয়নি কাউকেই । ওর সঙ্গে কারো বিবাদ ছিল কি না বলতে পারব না ৷" প্রতিবেশী তথাগত গাইন বলেন, "বিথারী থেকে রাতে যখন বাড়িতে ফিরছিলাম তখন দেখেছিলাম ওই ব্যবসায়ীর বাড়ির সামনে একটি বাইক রাখা ছিল । তাঁর বাড়ি পেরিয়ে কিছুটা দূরে এগোতেই বাজি ফাটার মতো একটি আওয়াজ শুনতে পাই । তারপরই সেই বাইকে করে পালিয়ে যায় দু'জনে ৷"

রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ । প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুই আততায়ীর সম্পর্কে তথ্য আদায়ের চেষ্টা চলছে ৷ ঘটনার পিছনে ব্যবসাগত কোনও কারণ রয়েছে নাকি অন্য কোনও পুরানো শত্রুতা রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন : পুলিশি হানায় মারধর ও গুলি চালানোর অভিযোগে মাটিকুন্ডায় তৃণমূলের অবরোধ

For All Latest Updates

TAGGED:

Swarupnagar

ABOUT THE AUTHOR

...view details