বিধাননগর, 13 ডিসেম্বর: মেলার উদ্বোধনে মঙ্গলবার বিধাননগরে এসে লালন শেখের স্ত্রী'র অভিযোগ প্রসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়ালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এদিন তিনি বলেন, "যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেহেতু আমার হাইকোর্টের কাছে অনুরোধ এটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত । সেন্ট্রাল এজেন্সি যা ইচ্ছে তাই করতে পারে না (Firhad Hakim Says that CBI Cant do Anything as They Wish)। কাউকে খুন করে দিতে পারে না ।"
ফিরহাদ আরও বলেন, "যদি সত্যি সত্যি টাকা চাওয়া হয়ে থাকে তাহলে সেন্ট্রাল এজেসির শীর্ষ অফিসারদের তার দায়িত্ব নিতে হবে । এবার হয়তো হাইকোর্ট বুঝতে পারবে যে সেন্ট্রাল এজেন্সি দিয়ে তদন্ত নয়, অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার । যখন নিয়ে এসেছিল তখন হাঁটতে পারছিল না। মারধর করা হয়েছে শুনেছি । সিআরপিএফ দিয়ে মারধর করানোর জন্য মারা গিয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট বেরোবে ।"