জগদ্দল,19 ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের মুখে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনা জেলার শ্যামনগর এলাকায় ৷ 2 টি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি গুলিসহ 2 জনকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বিশ্বজিৎ রায় ও কিশোর বিশ্বাস ৷ দুজনের বাড়িই জগদ্দল থানার শ্যামনগর এলাকায় ৷ গতকাল গভীর রাতে জগদ্দল থানার পুলিশ ধৃতদের গোপন ডেরায় হানা দিয়ে গ্রেপ্তার করে 2 জনকে ৷ সেখান থেকে পুলিশ বাজেয়াপ্ত করে বেশ কয়েকটি গুলি ও 2 টি আগ্নেয়াস্ত্র ৷ এদের নামে পুরানো কোনও মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷