পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে BLRO অফিসে আগুন - বিএলআরও অফিসে অগ্নিকাণ্ড

বারাসতের BLRO অফিসে আগুন ৷ ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি ৷

ছবি
ছবি

By

Published : Oct 5, 2020, 8:17 PM IST

বারাসত, 5 সেপ্টেম্বর : বারাসতে BLRO অফিসে আগুন । পুড়ে গেল প্রয়োজনীয় নথি । ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র ।

রবিবার রাতে অফিসের দোতলায় আগুন লাগে ৷ খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ঘটনাস্থানে ইঞ্জিন আসে ৷ দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ অফিসে থাকা সমস্ত নথি পুড়ে যায় । আধিকারিকদের বসার ঘরের যথেষ্ট ক্ষতি হয় ৷

এই বিষয়ে দপ্তরের এক কর্মী বলেন,"শর্ট সার্কিটের জেরে অফিসে আগুন লেগেছে বলে শুনেছি। আর কিছু জানা নেই । আগুনের জেরে অফিসের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে । অফিস বন্ধ থাকায় অনেককে ফিরে যেতে হচ্ছে"।

কীভাবে অফিসে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে । তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে ।

ABOUT THE AUTHOR

...view details