পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণেশ্বর মন্দিরের কাছে বস্তিতে আগুন, পরে নিয়ন্ত্রণে

দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছে একটি বস্তিতে আগুন লাগে। রাত ৮টা ৩০ মিনিট নাগাদ আগুন দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের ছ'টি ইঞ্জিন। তবে হতাহতের কোনও খবর নেই।

By

Published : Mar 16, 2019, 11:58 PM IST

দক্ষিণেশ্বর মন্দিরের কাছে বস্তিতে আগুন

দক্ষিণেশ্বর, ১৬ মার্চ : দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছে একটি বস্তিতে আগুন লাগে। রাত ৮টা ৩০ মিনিট নাগাদ আগুন দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের ছ'টি ইঞ্জিন। তবে হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লেগেছে। ঘটনাস্থানে পৌঁছায় পুলিশও।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "একটি দুর্ঘটনা ঘটে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের দমকলকর্মীরাও এসে গেছেন। কাজও করছেন। ছ'টি ইঞ্জিন এসেছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের সৌভাগ্য যে কোনও মানুষ আহত হননি।"

বস্তির প্রায় ৫০টি ঘর আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি অনেক হলেও হতাহতের কোনও খবর নেই। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই এলাকার পুকুর থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থানে আসে দমকলের ছ'টি ইঞ্জিন। পরে আরও চারটি ইঞ্জিন আসে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details