বাগুইআটি, 15 জানুয়ারি : আজ ভোররাতে কেষ্টপুর হানাপাড়ার জোড়াখানায় বিবেক মেলায় আগুন লাগে ৷ আগুনে পুড়ে যায় 10-12টি দোকান ৷ স্থানীয়রা ঘটনাস্থানে এসে আগুন নেভানোর চেষ্টা করে ৷
আগুনে ছাই কেষ্টপুরের বিবেক মেলা - Kolkata
কেষ্টপুরের হানাপাড়ার জোড়াখানার বিবেক মেলায় আগুন লাগে ৷ দু'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ পুড়ে যায় 10-12টি দোকান ৷
বিবেক মেলায় আগুন
খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ আসে বাগুইআটি থানার পুলিশ ৷ প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷ স্থানীয় সূত্রে খবর, মেলা বন্ধ হয়ে যাওয়ার পর আচমকা আগুন লাগে ৷
ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দমকল কর্মী ও পুলিশ ৷