পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire at Balaka Abasan: নিউটাউনের বলাকা আবাসনে আগুন, ঘটনাস্থলে দু'টি ইঞ্জিন - নিউটাউন বলাকা আবাসন

একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় নিউটাউনের বলাকা আবাসনে(New Town Balaka Abasan) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন ৷

Etv Bharat
নিউটাউনের বলাকা আবাসনে আগুন

By

Published : Dec 1, 2022, 4:00 PM IST

Updated : Dec 1, 2022, 4:49 PM IST

নিউটাউন, 1 ডিসেম্বর: আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনে(Fire Breaks out at New Town Balaka Abasan)৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ নিউটাউনের বলাকা আবাসনের বি-ব্লকের দোতলার একটি ফ্ল্যাটের জানালা দিয়ে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা ৷ তড়িঘড়ি তাঁরাই দমকলে খবর দিলে দু'টি ইঞ্জিন এসে পৌঁছয় দুর্ঘটনাস্থলে ৷

আগুন নেভানোর সময় আচমকা ফ্ল্যাটের ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এক বয়স্ক মহিলাকে ভিতর থেকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি । আগুন নেভানোর পাশাপাশি ওই বিল্ডিংয়ের ভিতরে থাকা বাসিন্দাদের বাইরে নিয়ে আসেন দমকলকর্মীরা ।

বলাকা আবাসনে আগুনের ঘটনায় এক আবাসিকের বক্তব্য

এই ঘটনায় আবাসনের এক আবাসিক তপন বিশ্বাস বলেন,"আবাসনে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই ৷ বারবার কর্তৃপক্ষকে এই বিষয়ে বলা হলেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি ৷ ওই ফ্ল্যাট থেকে 30 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷"

আরও পড়ুন :বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু বাবা-ছেলের

Last Updated : Dec 1, 2022, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details