বাগুইআটি, 2 জুন : রাজারহাটের আটঘরা পূর্বপাড়া বস্তিতে আগুন লাগে । প্রায় 100টির উপর ঘর-বাড়ি পুড়ে গিয়েছে । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন । আগুন নেভানোর চেষ্টা চলছে ।
রাজারহাটের আটঘরা বস্তিতে আগুন, ঘটনাস্থানে দমকলের 5 ইঞ্জিন - আগুন
আজ বেলা 12টা নাগাদ রাজারহাটের আটঘরা বস্তিতে আগুন লাগে । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন ।
বস্তির বেশিরভাগটাই পুড়ে গিয়েছে আগুনে । বেলা 12টা নাগাদ আগুন লাগে বলে জানান স্থানীয় বাসিন্দারা । অনুমান করা হচ্ছে রান্নার আগুন থেকেই আগুন ছড়িয়ে পড়ে । বস্তিতে অস্থায়ী বাড়ির সংখ্যা প্রচুর হওয়ায় দাহ্য পদার্থও ছিল প্রচুর পরিমানে । তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ।
স্থানীয় সূত্রে খবর, কয়েকটি রান্নার গ্যাসের সিলিন্ডারও ফেটে গিয়েছে । স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাস্থানে উপস্থিত হয়েছে ইকোপার্কে ও বাগুইআটি থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল । ফোনে বিষয়টি নিয়ে খোঁজখবর রাখছেন দমকল মন্ত্রী সুজিত বসু ।