পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণেশ্বর গ্যারেজে আগুন , মৃত 1

দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর নিচে একটি গ্যারেজে আগুন ৷ মৃত 1 ৷ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তিনটি ইঞ্জিন ৷

দক্ষিণেশ্বরে গ্যারেজে আগুন
দক্ষিণেশ্বরে গ্যারেজে আগুন

By

Published : Apr 28, 2021, 8:26 AM IST

Updated : Apr 28, 2021, 9:51 AM IST

দক্ষিণেশ্বর, 28 এপ্রিল : মঙ্গলবার রাত 11 টা 50 নাগাদ দক্ষিণেশ্বর নিবেদিতা সেতুর নিচে বাসস্ট্যান্ডের একটি গ্যারেজে আগুন লাগে ৷ ঘটনার জেরে মৃত্যু হয়েছে 1 জনের ৷ গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন লাগে বলে প্রাথমিক ধারণা দমকল বাহিনীর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 3 টি ইঞ্জিন ৷ যুদ্ধকালীন তৎপরতায় দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ৷ গ্যারেজে গাড়ির রং করার মত জিনিস ও গাড়ির বডি তৈরির মত দাহ্য বস্তু থাকায় দ্রত আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘটনার জেরে পুড়ে ছাই হয়ে যায় পাঁচখানা গাড়ির বডি ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম তারক সাউ (50) ৷ তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনায় ৷ গাড়ির বডি রং করার কাজ করতেন তিনি ৷ রাতে তিনি ওই গ্যারেজেই ছিলেন ৷ আচমকা আগুন লাগায় তিনি গ্যারেজ থেকে বেরোতে পারেননি ৷ ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর ৷ মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পাশাপাশি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রথমে আসে বরানগর দমকল বিভাগের একটি ইঞ্জিন ৷ পরে আসে কামারহাটি দমকল বিভাগের দুটি ইঞ্জিন ৷

স্থানীয়রা জানিয়েছে, এই বাস টার্মিনাস থেকে মূলত 43 নম্বর , 43/1 নম্বর , ডি এন 2 , ডি এন 2/1 বাস ছাড়ে ৷ রাতে বিকট আওয়াজ পেয়ে হইচই পড়ে যায় এলাকায় ৷ ঘটনাস্থালে আসে স্থানীয়রা ৷ ঘটচনাস্থলে এসে তাঁরা বুঝতে পারেন গ্যাস সিলিন্ডার ফাটার কারণেই বিকট আওয়াজ হয় ৷ দমকল বাহিনী আসার আগে পর্যন্ত আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা ৷ পাশাপাশি তারককে বাঁচানোরও চেষ্টা করতে থাকেন ৷ কিন্তু আগুনের ব্যাপকতা তীব্র হওয়ায় তাঁরা ব্যর্থ হন ৷ পরে দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাস্থলে যায় সিইএসসি ৷

দক্ষিণেশ্বরে গ্যারেজে বিধ্বংসী আগুন

আরও পড়ুন :অসমে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও

খবর পেয়ে সেখানে আসেন বাস মালিকদের সংগঠন বাস সিন্ডিকেটের সম্পাদক সোহেল খান ৷ তারক সাউয়ের মৃত্যুর ঘটনায় তিনি শোক প্রকাশ করেন ৷ পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি ৷

Last Updated : Apr 28, 2021, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details