টাকি, 12 অগস্ট: আগুন লাগল টাকি পর্যটন কেন্দ্রে ৷ আগুন নেভাতে গিয়ে আহত হলেন স্থানীয় তিন ব্যবসায়ী । দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ । প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে ।
টাকি পৌরসভার পর্যটন কেন্দ্রের ভিতর রয়েছে ছোট-বড় অসংখ্য দোকান। এদিন পর্যটন কেন্দ্রের পিছনের দিকের একটি মিষ্টির দোকানে প্রথমে আগুন লাগে বলে খবর। দোকানের ভিতর দাহ্য বস্তু এবং গ্যাস সিলিন্ডার থাকায় মুহূর্তে তা ভয়াবহ রূপ নেয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনের লেলিহান শিখার সামনে কার্যত অসহায় হয়ে পড়েন পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা । ব্যবসায়ীরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন । বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা । তখনই আগুনের তাপে আহত হন তিন ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আহত তিন ব্যবসায়ীকে। এদিকে খবর পেয়েই বসিরহাট থেকে দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থানে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ যদিও ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় মিষ্টির দোকানটি ।