পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমডাঙায় দুই ভাইকে গুলি করে খুন, অভিযুক্ত কনস্টেবল - আমডাঙা

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আমডাঙার দুই যুবকের । তাঁরা সম্পর্কে দুই ভাই। ঘটনায় অভিযুক্ত বিধাননগর কমিশনারেটের কনস্টেবল । ঘটনার পিছনে জমি নিয়ে বিবাদ ও স্ত্রীদের উত্ত্যক্ত করার মতো বিষয় থাকতে পারে ।

r
বোমা-গুলি

By

Published : May 16, 2020, 10:03 AM IST

Updated : May 16, 2020, 10:30 AM IST

আমডাঙা, 16 মে: ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার আমডাঙা । দুই ভাইকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে আমডাঙার তেঁতুলিয়া গ্রামে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অরূপ মণ্ডল ও সুমন্ত মণ্ডল । মূল অভিযুক্তের নাম সন্তোষ পাত্র । তিনি বিধাননগর কমিশনারেটের কনস্টেবল । ঘটনায় মৃতদের পরিবারের তরফে আমডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরূপ ও সুমন্ত দুই ভাই । অভিযোগ, তাঁদের স্ত্রীদের কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল পাড়ায় কয়েকজন যুবক । ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে সন্তোষের বিরুদ্ধেও । এছাড়াও সন্তোষের সঙ্গে অরূপ ও সুমন্তদের কিছুদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । গতরাতে পাড়ার ঠাকুরতলায় বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন দুই ভাই । সেই সময় সন্তোষ কয়েকজন যুবককে নিয়ে আসেন । তাঁদের সঙ্গে বচসা শুরু হয় দুই ভাইয়ের । স্ত্রীদের উত্ত্যক্ত করার ব্যাপারে প্রতিবাদ করেন দুই ভাই । জমি নিয়েও তর্কাতর্কি শুরু হয় । প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় । তারপর তা বোমা ও গুলিতে পৌঁছায় । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সন্তোষই দুই ভাইকে লক্ষ্য করে গুলি করেন । অরূপ ও সুমন্ত গুলিবিদ্ধ হন । চিকিৎসার জন্য দু'জনকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন ।

বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "গুলিবিদ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে । ঠিক কী কারণে গোলমাল তা এখনও স্পষ্ট নয় । ঘটনার তদন্ত চলছে । ঘটনার পিছনে জমি নিয়ে বিবাদ ও স্ত্রীদের উত্ত্যক্ত করার কারণ থাকতে পারে ।" দেড় বছর আগে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল আমডাঙা । বোমা ও গুলিতে মৃত্যু হয়েছিল চারজনের । তারপর থেকে গোলমাল লেগেই রয়েছে । গতরাতে খুন হলেন আরও দুই যুবক । তবে এই খুনের পিছনে রাজনৈতিক যোগ নেই বলে জানিয়েছে পুলিশ । তবে কী কারণে খুন তা এখনই পুরোপুরি স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : May 16, 2020, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details