বনগাঁ, 12 ডিসেম্বর : বিজেপিতে যোগ দেওয়ার পর রতন ঘোষের বিরুদ্ধে দুই থানায় পরপর চারটি মামলা রুজু । বনগাঁ ও গোপালনগর থানায় মোট দু'টি মামলা রুজু করা হয়েছে । তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন । যদিও বিজেপির বক্তব্য রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে রতনকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ৪৫ নম্বর জেলা পরিষদ আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বনগাঁর বাসিন্দা রতন ঘোষ । ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ । গত বুধবার বনগাঁর গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি অনুপস্থিত ছিলেন । এরপর থেকে তাঁর সঙ্গে দলের দূরত্ব নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে । ওইদিনই বিকেলে খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন । পরের দিন তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেন । শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন । রতন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁকে দুর্নীতিগ্রস্ত নেতা বলে সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কো-অর্ডিনেটর গোপাল শেঠ । বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রতনের নামে প্রতারণার অভিযোগ দায়ের হল । রতন নাকি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে কয়েক জনের সঙ্গে প্রতারণা করেছেন ।