হাড়োয়া, 10 মে: প্রার্থী হওয়ার পাশাপাশি এবারের একুশের নির্বাচনে স্টার ক্যাম্পেনার ছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । সেই বাবুলের বিরুদ্ধেই নির্বাচনী প্রচারে কোভিড বিধি অমান্যের অভিযোগ উঠেছিল । তার পরিপ্রেক্ষিতে হাড়োয়া থানায় গত 14 এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ । তারপর তিনদিনের মধ্যে হাজিরা দিতে বলে গত 7 মে হাড়োয়া থানার এসআই দেবেন মণ্ডল বাবুল সুপ্রিয় এবং রাজেন্দ্র সাহাকে একটি নোটিশ পাঠান ৷ সোমবার নিজের ফেসবুক পেজে সেই নোটিশের জবাব দিলেন বাবুল ৷ জানালেন, যা কিছু করণীয় তা তাঁর আইনজীবী করবেন ৷
পুলিশের এই নোটিশে দেখা যাচ্ছে, প্রথম নামটিই স্টার ক্যাম্পেনার হিসাবে বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র নাম রয়েছে । দ্বিতীয় নাম রয়েছে হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার । এনিয়েই শুরু হল জলঘোলা । নির্বাচনী প্রচারে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের বিরুদ্ধে কোভিড বিধি অমান্য করে জমায়েতের অভিযোগ উঠেছিল । তা সত্ত্বেও কেন শুধু কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে । এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলছেন কেউ কেউ । বাবুল সুপ্রিয় নিজের তাঁর ফেসবুক পেজে এর জবাবও দিয়েছেন ৷
পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের হয় গত 14 এপ্রিল । ওইদিন হাড়োয়ার মুন্সিরঘেড়িতে দলীয় প্রার্থী রাজেন্দ্র সাহার সমর্থনে এক নির্বাচনী সভায় যোগ দেন বাবুল । করোনা পরিস্থিতিতে জমায়েত করে সভা করার অভিযোগ ওঠে ওই দু'জনের বিরুদ্ধে । এরপরই কোভিড বিধি অমান্যের অভিযোগে হাড়োয়া থানায় এফআইআর দায়ের হয় বাবুল ও রাজেন্দ্রর বিরুদ্ধে । আইপিসির 188 এবং 41(এ) ধারায় ওই দু'জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ । ইতিমধ্যে এফআইআরের কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার কাছে । গত 7 মে ওই দু'জনকে থানায় তলব করে নোনিশ পাঠানো বলে খবর পুলিশ সূত্রে । তবে নোটিশের কপিতে নির্দিষ্টভাবে কোনও কারণ উল্লেখ করা হয়নি । ফলে অভিযোগের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । তবে এনিয়ে হাড়োয়া থানার কোনও পুলিশ কর্তাই মুখ খুলতে রাজি হননি ।