পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অ্য়াসিড হামলা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে - Madhuparna thakur

গতকাল ওই অভিযোগ দায়ের করেছেন মধুপর্ণা ৷ সেখানে তিনি জানিয়েছেন, শান্তনু ঠাকুর তাঁকে অ্য়াসিড হামলার ও খুনের হুমকি দিয়েছেন ৷ এ বিষয়ে তিনি আতঙ্কিত ৷

shantu
মধুপর্ণা ঠাকুর

By

Published : Apr 7, 2021, 8:18 PM IST

বনগাঁ, 7 এপ্রিল : মমতাবালা ঠাকুরের ছোট মেয়েকে অ্যাসিড হামলা ও খুন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এই বিষয়ে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের মমতা ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরের।

গতকাল ওই অভিযোগ দায়ের করেছেন মধুপর্ণা ৷ সেখানে তিনি জানিয়েছেন, শান্তনু ঠাকুর তাঁকে অ্য়াসিড হামলার ও খুনের হুমকি দিয়েছেন ৷ এ বিষয়ে তিনি আতঙ্কিত ৷

অভিযোগ পত্রে তিনি লিখেছেন , তিনি নিজের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংসদ শান্তনু ঠাকুর তাঁকে এবং তাঁর মাকে মারধর করার হুমকি দিয়েছে। এবং মুখের সামনে বলেছে অ্যাসিড মারবে। তিনি আতঙ্কিত কারণ, সবসময় শান্তনু ঠাকুর বেশ কিছু ছেলে নিয়ে ঘোরে ৷ সে কারণে যে কোনও সময় তাঁদের উপর হামলা হতে পারে ৷

আরও পড়ুন- জামুড়িয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্য়াঙ্ক

এ বিষয়ে প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর বলেন, "দীর্ঘদিন ধরেই শান্তনু ঠাকুরের পরিবার আমার উপর মানসিক অত্যাচার করছে। এবার আমার ও মেয়ের উপর হামলা করার হুমকি দিয়েছে ৷" বিজেপি ক্ষমতায় আসার পর অত্যাচার আরও বেড়েছে বলে তাঁর অভিযোগ ৷

সাংসদ শান্তনু ঠাকুরের কথায়, তিনি নির্দোষ ৷ সহানুভূতি আদায়ের জন্য় এই ধরনের কাজ করছে মমতাবালা টাকুর ৷ তিনি বলেন, "যে গাছ মাটি থেকে উপড়ে গেছে সেই গাছের ফল ফলবে না, সেই গাছ লাগিয়ে আর কোনও লাভ নেই ৷ সিমপ্যাথি নেওয়ার জন্যে এরকম কথা বলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details