বনগাঁ, 7 এপ্রিল : মমতাবালা ঠাকুরের ছোট মেয়েকে অ্যাসিড হামলা ও খুন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এই বিষয়ে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের মমতা ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরের।
গতকাল ওই অভিযোগ দায়ের করেছেন মধুপর্ণা ৷ সেখানে তিনি জানিয়েছেন, শান্তনু ঠাকুর তাঁকে অ্য়াসিড হামলার ও খুনের হুমকি দিয়েছেন ৷ এ বিষয়ে তিনি আতঙ্কিত ৷
অভিযোগ পত্রে তিনি লিখেছেন , তিনি নিজের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংসদ শান্তনু ঠাকুর তাঁকে এবং তাঁর মাকে মারধর করার হুমকি দিয়েছে। এবং মুখের সামনে বলেছে অ্যাসিড মারবে। তিনি আতঙ্কিত কারণ, সবসময় শান্তনু ঠাকুর বেশ কিছু ছেলে নিয়ে ঘোরে ৷ সে কারণে যে কোনও সময় তাঁদের উপর হামলা হতে পারে ৷